shono
Advertisement

Breaking News

Helena Luke

প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা

১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে 'মর্দ' ছবিতে দেখা গিয়েছিল হেলেনাকে।
Published By: Akash MisraPosted: 02:28 PM Nov 04, 2024Updated: 03:46 PM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। জানা গিয়েছে, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী হেলেনা। সোশাল মিডিয়ায় হেলেনার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার। সঙ্গে গভীর শোক প্রকাশও করেছেন তিনি। তবে কী কারণে হেলেনার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

Advertisement

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও, তাঁর কেরিয়ার শুরু বলিউডেই। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে 'মর্দ' ছবিতে দেখা গিয়েছিল হেলেনাকে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে হেলেনার বিবাহিত সম্পর্ক ছিল মাত্র চার মাসের ৷ বিয়ের চারমাসের মধ্যেই তাঁদের ডিভোর্স হয় ৷

মৃত্যুর দিন অর্থাৎ রবিবার রাত ৯.২০ নাগাদ ফেসবুকে হেলেনা শেষবারের জন্য লেখেন, কীরকম একটা অস্বস্তি অনূভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। তার পরই খবরে আসে হেলেনা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বহু বছর আগে এক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে মিঠুনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন হেলেনা। তিনি জানিয়ে ছিলেন, ''মিঠুনের সঙ্গে আমার চার মাসের বিয়ের স্মৃতি আমার কাছে আবছা। তবে এখনও মনে করি, এই বিয়েটা না হলেই ভালো হতো। আমাকে মিঠুন ব্রেনওয়াশ করেছিল। আমিই নাকি তাঁর জন্য পারফেক্ট। দুর্ভাগ্যবশত, অনেক পরে সব কিছু বুঝতে পারি।''

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তার পরই খবরে আসে হেলেনা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
  • দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও, তাঁর কেরিয়ার শুরু বলিউডেই।
Advertisement