shono
Advertisement
Mufasa the Lion King

'মুফাসা' ছবির পোস্টারে শাহরুখের দুই ছেলেকে এত গুরুত্ব কেন? ক্ষিপ্ত নায়িকা

সোশাল মিডিয়ার মাধ্যমেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।
Published By: Suparna MajumderPosted: 12:38 PM Dec 02, 2024Updated: 04:27 PM Dec 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের দিন কয়েক আগে ২০ ডিসেম্বর বড়পর্দায় ফিরছে 'দ্য লায়ন কিং' (Mufasa the Lion King)। এবার দেখা যাবে 'মুফাসা'র গল্প। তাই তো সিনেমার নাম 'মুফাসা: দ্য লায়ন কিং'। ছবির হিন্দি ভার্সানে কন্ঠ দিচ্ছেন খোদ শাহরুখ খান ও তাঁর দুই ছেলে আরিয়ান-আব্রাম। তিনজনের নাম বড় অক্ষরে লিখে পোস্টারও প্রকাশ করা হয়েছে। এতেই আপত্তি মারাঠি অভিনেত্রী যোগিতা চহ্বানের।

Advertisement

নিজের ইনস্টগ্রাম স্টোরিতে 'মুফাসা' সিনেমার পোস্টার শেয়ার করেন যোগিতা। তাতে লেখেন, 'শাহরুখ খানের বিষয় না হয় বোঝা গেল... কিন্তু আরিয়ান খান ও আব্রাম খানের নাম কেন বোল্ড করে লেখা? এমন কম গুরুত্ব দিয়ে মকরন্দ দেশপাণ্ডে, সঞ্জয় মিশ্র, শ্রেয়াস তলপড়ের মতো অভিজ্ঞ অভিনেতাদের নাম লেখা কি ভুল নয়? চলচ্চিত্র জগতে নিশ্চয়ই এঁদের অবদান আরিয়ান খান ও আব্রাম খানের থেকে অনেক অনেক বেশি রয়েছে।'

‘দ্য লায়ন কিং’ ছবিতে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন। প্রিক্যুয়েল আসার খবর শুনেই আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। এবারও বুঝি, কিং খানকে পাওয়া যাবে ডিজনি ক্লাসিকে? বিষয়টি নিয়ে অনেকদিন ধোঁয়াশা ছিল। কিন্তু ট্রেলার প্রকাশ্যে আসার পর শাহরুখভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কারণ শাহরুখের পাশাপাশি আব্রামের কণ্ঠও তাঁরা সিনেমার হিন্দি ভার্সানে শুনতে পাবেন।

শাহরুখের পাশাপাশি আব্রাম ও আরিয়ানের সিনেমায় কণ্ঠ দেওয়া নিয়ে কোনও আপত্তি নেই যোগিতার। তবে দুই শাহরুখপুত্রের নাম বোল্ড করে লেখাতে তাঁর মনে হয়েছে মকরন্দ দেশপাণ্ডে, সঞ্জয় মিশ্র, শ্রেয়স তলপড়ের মতো অভিনেতার সম্মান খর্ব হয়েছে। উল্লেখ্য, ছবিতে শাহরুখ মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন। আরিয়ান প্রাপ্তবয়স্ক সিম্বার চরিত্রের জন্য ভয়েস রেকর্ড করেছেন। আর আব্রামের কণ্ঠ শোনা যাবে ছোট সিম্বার চরিত্রে। রফিকির চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন মকরন্দ দেশপাণ্ডে। সঞ্জয় মিশ্র ও শ্রেয়স তলপড়ের কণ্ঠ শোনা যাবে পুম্বা ও টিমোন হিসেবে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবিতে শাহরুখ মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
  • আরিয়ান প্রাপ্তবয়স্ক সিম্বার চরিত্রের জন্য ভয়েস রেকর্ড করেছেন।
  • আর আব্রামের কণ্ঠ শোনা যাবে ছোট সিম্বার চরিত্রে।
Advertisement