সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় আবারও ফিরছে 'বিজয় সালাগাঁওকার'। প্রথম দু'টি ছবির চূড়ান্ত সাফল্যের পর এবার এই ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় রয়েছেন দর্শক। এর মাঝেই শোনা যাচ্ছে, 'দৃশ্যম ৩' (Drishyam 3) ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয় খান্না (Akshaye Khanna)। 'ধুরন্ধর' ছবির তুমুল সাফল্য এক আলাদা মাত্রা যোগ করেছে ভারতীয় বিনোদুনিয়ায়। একইসঙ্গে ছবির হাত 'রহমান ডাকাত' চরিত্রে অক্ষয়ের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। অক্ষয়ের সেই সাফল্যের মাঝেই শোনা যাচ্ছে, 'দৃশ্যম ৩' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। এর নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে?
বলিউড সূত্রে জানা যাচ্ছে যে, ছবির পারিশ্রমিক ও চিত্রনাট্য নিয়ে মনান্তর ও মতান্তর হয়েছে অক্ষয়ের। তার জেরেই নাকি 'দৃশ্যম ২'র বহু প্রতীক্ষিত সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। ছবির টিম এবং অক্ষয়ের তরফে এই বিষয়ে কোনওকিছু খোলসা করা হয়নি এখনও। উল্লেখ্য, ২০২৬ সালের ২ অক্টোবর বড়পর্দায় 'দৃশ্যম ৩' মুক্তি পাবে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। এই ছবিই এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি হতে চলেছে আর সেই কারণেই তা নিয়ে দর্শকের মধ্যে বাড়ছে উন্মাদনার পারদ। একইসঙ্গে চিত্রনাট্য নিয়েও বাড়ছে কৌতূহল।
উল্লেখ্য, অক্ষয়ের এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার ঠিক একদিন আগে মেগাবাজেট 'ডন ৩' থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন 'ধুরন্ধর' রণবীর। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর সাফল্যই কি রণবীরকে ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে দূরে সরাল? কৌতূহল অস্বাভাবিক নয়! ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে, ‘ধুরন্ধর’ ৬০০ কোটির গণ্ডি পেরনোর পর রণবীর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন হয়ে উঠেছেন। কারণ দীর্ঘদিন বাদে এই সিনেমার হাত ধরেই ‘খিলজি’র মন্দা কেরিয়ারের ‘শাপমোচন’ ঘটেছে। তাই পরপর দুটো গ্যাংস্টার সিনেমায় অভিনয় করতে নারাজ অভিনেতা। আর রণবীরের এই ঘোষণার ঠিক পরেরদিনেই তাঁর পথেই একপ্রকার হাঁটলেন অক্ষয়।
