shono
Advertisement
Khanikta Premer Moto

এবার পুজোয় প্রেমের মরশুম! আসছে নয়া সিরিজ, প্রকাশ্যে লুক, কোন ওটিটি মঞ্চে দেখা যাবে?

বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই সিরিজের মুখ্য চরিত্রদের লুক।
Published By: Arani BhattacharyaPosted: 07:10 PM Jul 17, 2025Updated: 07:19 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানিকটা প্রেমের মতো, কিন্তু পুরোটা প্রেমের গল্প নয় কি? ঠিক কীরকম প্রেমের গল্প? রম-কম ঘরানার নতুন ওয়েব সিরিজ 'খানিকটা প্রেমের মতো'। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন এক প্রেমের সংজ্ঞা আসবে দর্শকের দরবারে। যা মুক্তি পাবে চলতি বছরের পুজোয়। উল্লেখ্য, পুজো মানেই বাঙালির কাছে পুজো প্রেমের একটা আলাদা গুরুত্ব থেকেই যায়। আর ঠিক সেই আবহেই আসবে প্রেমের অন্য সংজ্ঞা নিয়ে এই নতুন সিরিজ। বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই সিরিজের মুখ্য চরিত্রদের লুক।

Advertisement

পুজোর সময়ে মুক্তি পেলেও এই সিরিজ কিন্তু আবর্তিত হয়েছে পাহাড়ের কোলে বেড়াতে যাওয়া নিয়েই। সিরিজে দেখা যাবে উজান ও মোহনা অর্থাৎ গল্পের দুই চরিত্র একে অপরের প্রেমে পড়ে। কিন্তু দার্জিলিং বেড়াতে গিয়ে তাঁরা উপলব্ধি করে যে তাঁরা একে অপরের জন্য সঠিক নয়। এমন উপলব্ধির পর তাঁদের দু'জনের বিচ্ছেদ হয়। তবে তাঁদের ব্রেকআপের পর মোহনার বান্ধবী শ্রেয়া ও উজানের দাদা প্রিয়ম একে অপরের প্রেমে পড়ে। নিজেদের সম্পর্ক শুরু হওয়ার পাশাপাশি তারা দু'জন চেষ্টা চালিয়ে যায় উজান ও মোহনার ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে। পুরো গল্পই এগোবে এক্কেবারে কৌতূকের মোড়কে রোম্যান্টিক গল্পের হাত ধরে।

রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে দেখা যাবে উজানের চরিত্রে দেখা যাবে রাহুল দেব বোসকে। মোহনার চরিত্রে অভিনয় থাকবেন মেঘা চৌধুরীক। শ্রেয়ার চরিত্রে থাকবেন আভেরী সিংহ রায় ও প্রিয়মের চরিত্রে থাকবেন দুর্বার শর্মা প্রমুখ। 'প্ল্যাটফর্ম ৮ '-এ আগামি সেপ্তেম্বরে হবে এই সিরিজের স্ট্রিমিং। মোট সাতটি পর্বে আসবে রাহুল মুখোপাধ্যায়ের নতুন এই সিরিজ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন এক প্রেমের সংজ্ঞা আসবে দর্শকের দরবারে। যা মুক্তি পাবে চলতি বছরের পুজোয়।
  • উল্লেখ্য, পুজো মানেই বাঙালির কাছে পুজো প্রেমের একটা আলাদা গুরুত্ব থেকেই যায়। আর ঠিক সেই আবহেই আসবে প্রেমের অন্য সংজ্ঞা নিয়ে এই নতুন সিরিজ।
  • বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই সিরিজের মুখ্য চরিত্রদের লুক।
Advertisement