shono
Advertisement

Breaking News

Abhishek Bachchan

অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক? 'ঘর ভাঙার দায়' নিয়ে প্রথমবার মুখ খুললেন নিমরত

কী বলছেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 08:02 PM Nov 06, 2024Updated: 05:46 PM Nov 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়! এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর (Nimrat Kaur)! এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। তাঁর জন্যেই কি জুনিয়র বচ্চন দম্পতির সংসারে অশান্তি? জল্পনা তুঙ্গে। নেটপাড়াতেও ঐশ্বর্য রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে ট্রোল-মিমের পাহাড়। অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন! এবার সেই প্রসঙ্গেই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

শোনা যায়, 'দশভি' সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। সময়টা ২০২২ সাল। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে তাতেও ঐশ্বর্যর সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি! শোনা যায়, নিমরত কৌরের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কের সেই গুঞ্জন নিয়ে এবার অবশেষে মুখ খুললেন নিমরত কৌর। কী বললেন?

সদ্য, 'সিটাডেল হানি বানি' সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা মুখে না আনলেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, "আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।" পাশাপাশি সিঙ্গল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, "অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন। অন্যদিকে তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত সেই জন্যই এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরত কৌরের অন্তত এগিয়ে আসা উচিত। তবে এটা বলতে পারি, এটা একেবারেই ভুয়ো খবর। ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।" এমন আবহেই নিমরত কৌর জানিয়ে দিলেন যে তিনি 'সিঙ্গল'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙার জন্যে অনেকেই আবার নিমরতকে দায়ী করেছেন!
  • এবার সেই প্রসঙ্গেই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।
  • নিমরত কৌর সাফ জানিয়েছেন, "আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।"
Advertisement