সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে 'ইক্কিস'। ধর্মেন্দ্রর শেষ সিনেমা এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার ডেবিউ ছবি হিসেবেই এবাযৎকাল চর্চার শিরোনামে বিরাজ করেছে 'ইক্কিস'। তবে এবার 'পাকিস্তানবিরোধী ডিসক্লেমার'-এর জেরে বিতর্ক শিবিরে নাম লেখালো এই সিনেমা।
ঠিক কী ঘটেছে? 'ইক্কিস' সিনেমায় পাকিস্তানি সেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ আহলাত। ছবির এক দৃশ্যে সেই ব্রিগেডিয়ার কেএম নিসারের মহানুভবতার উদাহরণ তুলে ধরার জন্য একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে উল্লেখ, "পাক ব্রিগেডিয়ার কেএম নিসারের মানবিক আচরণ একটি ব্যতিক্রমী ঘটনা। অন্যথায় আমাদের প্রতিবেশী দেশটি মোটেও বিশ্বাসের যোগ্য নয়। আমাদের জওয়ান এবং নিরীহ নাগরিকদের সঙ্গে বরাবরই অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক আচরণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এরা একাধিকবার জেনেভা চুক্তিও লঙ্ঘন করেছে। পাকিস্তানের মদতে চালানো যাবতীয় সন্ত্রাসলীলার কথা বিবেচনা করে, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবসময়ে সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে।" জয়দীপ আহলাতের চরিত্রটির মানবিক দিক বোঝাতেই নির্মাতাদের তরফে এহেন সতর্কীকরণ দেওয়া হয়েছে। আর সেই ডিসেমক্লেমারই উসকে দিয়েছে বিতর্ক। যা নিয়ে সোশাল পাড়ায় আপাতত ঝড়!
যদিও দর্শকমহলের একাংশ এতে সায় দিয়েছেন। তবে আরেকাংশ আবার সমগ্র পাকমুলুকের নাগরিকদের 'বিশ্বাসঘাতক' বলায় প্রতিবাদী রব তুলেছেন। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী, তরুণ লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বাবা মদনলালকে লাহোরে বিশেষভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন নিসার। মদনলালকে তাঁর পুরোনো ভিটে দেখাতে নিয়ে যান সারগোদা গ্রামেও। শুধু তাই নয়, বীরের মতো যুদ্ধ করাকালীন ঠিক যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তাঁর পুত্র অরুণ, পুত্রহারা বৃদ্ধ বাবাকে সেখানেও নিয়ে যান পাক ব্রিগেডিয়ার কেএম নিসার। অতীত-সাম্প্রতিক প্রেক্ষাপট বিচার করে 'ব্যতিক্রমী' ওই পাকিস্তানি সেনা আধিকারিকের এহেন মহানুভবতার কথা তুলে ধরতেই ছবিতে ওই ডিসক্লেমার দিয়েছিলেন নির্মাতারা। যা নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে নেটভুবনে। সম্প্রতি পাকিস্তান বিরোধী প্রেক্ষাপটের জেরে মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছে 'ধুরন্ধর'। এবার 'ইক্কিস'-এর ক্ষেত্রেও সেরকমই কিছু ঘটবে কিনা? নজর থাকবে সেদিকে।
A disclaimer is played at the end of Ikkis. It says, Nisar, the character played by Jaideep Ahlawat, "is an exception; Pakistanis are not to be trusted".
byu/Embarrassed_Freak inBollyBlindsNGossip
উল্লেখ্য, শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি 'ইক্কিস' ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। অন্যদিকে পরমবীরচক্র সম্মানে ভূষিত অরুণ ক্ষেত্রপালের চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। আর পাক ব্রিগেডিয়ার কেএম নিসারের ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ আহলাত।
