সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধুরন্ধর'কে ধূলিস্যাৎ করার চ্যালেঞ্জ ছোড়ার পর থেকেই নেটভুবনের রোষানলে ধ্রুব রাঠি। জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে অহরহ খোঁটা খেতে হচ্ছে! এমন আবহে আবার বলিমহলের নায়িকাদের 'কৃত্রিম সৌন্দর্য' নিয়ে কাটাছেঁড়া করে সমালোনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি ধ্রুব রাঠি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল একটি ভিডিও পোস্ট করেন। যেখানে বলিউডের প্রথম সারির নায়িকাদের 'নকল সুন্দরী' (ফেক বিউটি) বলে কটাক্ষ করেছেন তিনি। যে তালিকায় দীপিকা পাড়ুকোন থেকে জাহ্নবী কাপুরকেও রেখেছেন ধ্রুব। আর সেই প্রেক্ষিতেই খ্যাতনামা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ছেড়ে কথা বললেন না ওরহান আত্রামানি ওরফে নায়িকাদের নয়নমণি 'ওরি'।
বলিউড নায়িকাদের প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্স 'বিলাসে'র কথা কারও অজানা নয়। কেউ ঠোঁট, কেউ নাক, কেউ বা আবার কাটাছেঁড়া করে পুরো মুখের গড়ন বদলেছেন। এহেন সার্জারি যেমন কারও জন্যে আশীর্বাদ, আবার কারও জন্য অভিশাপ বয়ে এনেছে! বড়দিনে সেসব নায়িকাদের কটাক্ষ করেই সেই সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছিলেন ধ্রুব রাঠি। যেখানে জাহ্নবী কাপুর, বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রুতি হাসান, শিল্পা শেট্টি থেকে কাজলদের মতো তাবড় নায়িকাদের চেহারায় কাটাছেঁড়া নিয়ে ভয়ানক সমালোচনা করেন তিনি। কে ত্বক উজ্জ্বল করার ট্রিটমেন্ট করিয়েছেন কে-ই বা প্লাস্টিক সার্জারি করে মুখের গড়ন বদলেছেন, নাম ধরে ধরে সমালোচনা করেন ধ্রুব। আর সেই ভিডিওর থাম্বনেলেই জাহ্নবী কাপুরের পুরাতন এবং বর্তমান মুখের গড়ন জুড়ে দিয়ে বিপাকে পড়েন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যার জেরে সমালোচিত হতে হয় শ্রীদেবীকন্যাকেও। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওরি।
ঠিক যেসময়ে অশান্ত বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গর্জে উঠেছিলেন জাহ্নবী কাপুর, তার ঠিক কিছুক্ষণ বাদেই 'নকল সুন্দরী' বলে নায়িকার সমালোচনা করেন ধ্রব রাঠি। সেই প্রেক্ষিতে জাহ্নবীর বন্ধু হিসেবে ধ্রুবকে একহাত নিতেও পিছপা হননি ওরহান আত্রামানি। কোনওরকম রেয়াত না করেই ওরি বলেন, "জাহ্নবী তো এই ছেলেটাকে চেনেও না।"এখানেই অবশ্য থামেননি ওরি। তাঁর সংযোজন, "তবে আমি ওকে একজন দেশদ্রোহী বলেই চিনি। এত ফলোয়ার থাকা সত্ত্বেও কেন কোনও পাপারাজ্জি ট্রেনে, বিমানে কোথাও ওর পিছু নেয় না, সেই হতাশাতেই ভুগতে থাকে সবসময়ে।" ওরির দেওয়া সেই জবাব নিয়ে আপাতত নেটভুবনে চর্চার অন্ত নেই।
