shono
Advertisement

Breaking News

Metro In Dino

'মেট্রো...ইন দিনো'য় 'মন্টি' চরিত্রে ইরফানের সঙ্গে তুলনা পঙ্কজ ত্রিপাঠির, কী বললেন অভিনেতা?

"এই তুলনা করা একেবারেই উচিত নয়।"- পঙ্কজ ত্রিপাঠি
Published By: Arani BhattacharyaPosted: 06:58 PM Jul 05, 2025Updated: 06:58 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৭ বছর পর পর্দায় ফিরেছে 'লাইফ ইন আ মেট্রো' ছবির নস্টালজিয়া এই ছবির সিক্যুয়েল 'মেট্রো...ইন দিনো'- এর হাত ধরে। পর্দায় সেই সিক্যুয়েল দেখতে দেখতে দর্শক বড্ড মিস করেছেন কঙ্কনা সেনশর্মা ও ইরফান খানের জুটিকে। দর্শকের মনে বারবার ঘুরে ফিরে এসেছে 'মন্টি' চরিত্রে ইরফান খানের স্মৃতি। এবার এই সিক্যুয়েলে কঙ্কনার বিপরীতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। অনেকেই ছবি দেখার পর মন্টির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠিকে দেখে খানিক তুলনা টেনেছেন। কেউ কেউ আবার বুঁদ হয়েছেন স্ম্রিতিতে।

Advertisement

এবার 'মন্টি' চরিত্রে ইরফানের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠি। এক সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছেন, "এই তুলনা করা একেবারেই উচিত নয়। ইরফান খান আমাদের সকলের মনের মধ্যে থাকবেন। উনি আমার অগ্রজ। আমি ওনার অভিনয়েরও একজন বড় ভক্ত। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র আমরা দু'জনেই। উনি সেখানেও আমার অগ্রজ ছিলেন। আমি নিজে ওনার অভিনয় দেখে শেখার চেষ্টা করি। তাই এই তুলনা একেবারেই অপ্রাসঙ্গিক।"

'মেট্রো...ইন দিনো' ছবি মুক্তির আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু জানিয়েছিলেন 'লাইফ ইন আ মেট্রো' ছবির সিক্যুয়েল বানানোর পরিকল্পনা নাকি পুরোটাই ছিল ইরফানের মস্তিষ্কপ্রসূত। একদিন হঠাৎই এই সিক্যুয়েল বানানোর প্রস্তাব দেন ইরফান পরিচালক অনুরাগ বসুকে। তারপরেই পরিকল্পনামাফিক শুরু হয় এই ছবি নির্মাণ। তবে সেসবের মাঝেই দর্শক হারিয়ে ফেলেন দাপুটে অভিনেতা ইরিফান খানকে। না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। আর তাই বলা যায় ইরফানের স্মৃতি মনে নিয়েই অনুরাগ বসুর ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবির সিক্যুয়েল 'মেট্রো...ইন দিনো' দেখছেন দর্শক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবি দেখার পর মন্টির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠিকে দেখে খানিক তুলনা টেনেছেন। কেউ কেউ আবার বুঁদ হয়েছেন স্ম্রিতিতে।
  • 'মন্টি' চরিত্রে ইরফানের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠি।
  • সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু জানিয়েছিলেন 'লাইফ ইন আ মেট্রো' ছবির সিক্যুয়েল বানানোর পরিকল্পনা নাকি পুরোটাই ছিল ইরফানের মস্তিষ্কপ্রসূত।
Advertisement