shono
Advertisement
Paoli Dam

'লাপাতা লেডিস' খ্যাত প্রতিভার সঙ্গে হিন্দি সিরিজে পাওলি দাম, স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনেত্রী!

সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে?
Published By: Sandipta BhanjaPosted: 10:45 AM Jul 18, 2025Updated: 10:45 AM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেদুনিয়ার অন্যতম দাপুটে অভিনেত্রী পাওলি দাম। তবে টলিউডের গণ্ডি পেরিয়ে একদশক আগেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছেন অভিনেত্রী। বলিউডে তাঁর শিকে ছিঁড়েছিল, 'হেট স্টোরি' দিয়ে। তারপর থেকে মায়ানগরীতে বহু কাজের প্রস্তাব এসেছে অভিনেত্রীর ঝুলিতে। তবে 'শরীর সর্বস্ব' রোলের থেকে দক্ষ অভিনেত্রী পাওলি বরাবর কন্টেন্টকে এগিয়ে রেখেছেন। তাই মুম্বইতে পা রাখলেও সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আর পাঁচজনের তুলনায় অনেকটাই সচেতন তিনি। এবার জব্বর খবর, আবার নতুন হিন্দি সিরিজে অভিনয় করছেন পাওলি দাম। যেখানে 'লাপাতা লেডিস' খ্যাত প্রতিভা রান্টার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করবেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়!

Advertisement

কোন সিরিজে দেখা যাবে পাওলি দামকে? জানা গেল, নিখিল আদবানির 'দ‌্য রেভোলিউশনারিজ' সিরিজে বলিউড অভিনেতাদের পাশে দেখা যাবে বঙ্গকন্যাকে। সদ‌্য প্রকাশ্যে এসেছে সেই হিন্দি সিরিজের ফার্স্ট লুক। সেখানেই বলিউডের তারকাদের পাশে একঝলক দেখা গেল পাওলিকে। গল্পটি কীরকম? সঞ্জয় সান‌্যালের বই অবলম্বনেই তৈরি হচ্ছে 'দ‌্য রেভোলিউশনারিজ' সিরিজটি। মূলত পিরিয়ড ড্রামা। ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে ভারতের স্বাধীনতা যোদ্ধাদের গল্প বলবে এই সিরিজ। আর সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম। এই বিষয়ে পাওলিকে সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হলে তিনি এক্ষুনি কোনও মন্তব‌্য করতে চাননি। তবে সিরিজের ঝলক দেখে আন্দাজ করা যায়, তাঁর চরিত্রটিও হয়তো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত।

'দ‌্য রেভোলিউশনারিজ' সিরিজে রয়েছেন ভুবন বাম, রোহিত শরাফ, প্রতিভা রান্টা, গুরফতেহ পিরজাদা, জেসন শাহ প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে ২০২৬ সালে মুক্তি পাবে এই সিরিজ। বর্তমানে খুব বড় স্কেলে শুটিং হচ্ছে। মুম্বই, অমৃতসর, বেনারস, দেরাদুন ইত‌্যাদি জায়গায় শুটিং চলছে। প্রায় সারা বিশ্বে ২৪০টি দেশে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। উল্লেখ্য, পাওলি এর আগে ‘দ‌্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’, ‘কর্মযুদ্ধ’, ‘চার্লি চোপড়া’-র মতো হিন্দি সিরিজে অভিনয় করেছেন। অতঃপর ওয়েব প্ল‌্যাটফর্মেও তাঁর হিন্দি কাজ নিয়ে দর্শকের মধ্যে একটা আগ্রহ রয়েছে। এবার দেখার নতুন বছরে ন‌্যাশনাল প্ল‌্যাটফর্মে তাঁর কাজ দর্শকের কেমন লাগে? নিখিলের শেষ রিলিজ ছিল ‘ফ্রিডম অ‌্যাট মিডনাইট’। এবারও স্বাধীনতা সংগ্রামীদের বীরবিক্রমের কাহিনি ফুটিয়ে তুলবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের হিন্দি সিরিজে পাওলি দাম, স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনেত্রী!
  • নিখিল আদবানির 'দ‌্য রেভোলিউশনারিজ' সিরিজে বলিউড অভিনেতাদের পাশে দেখা যাবে বঙ্গকন্যাকে।
  • 'দ‌্য রেভোলিউশনারিজ' সিরিজে রয়েছেন ভুবন বাম, রোহিত শরাফ, প্রতিভা রান্টা, গুরফতেহ পিরজাদা, জেসন শাহ প্রমুখ।
Advertisement