shono
Advertisement
PM Modi

ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে শাহরুখ-অমিতাভদের থেকে টিপস নিলেন মোদি

দেশের সিনে শিল্পকে বিশ্বমানের করতে নয়া উদ্যোগ মোদি সরকারের।
Published By: Sandipta BhanjaPosted: 01:11 PM Feb 08, 2025Updated: 01:11 PM Feb 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ার উন্নতি সাধনে নতুন উদ্যোগ মোদি সরকারের। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে শুক্রবার গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, অনুপম খেরদের কাছ থেকে টিপস নেন কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়।

Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময়ে বিনোদুনিয়ার তারকারা নিজস্ব মতামত পেশ করেন। ভিডিও কলের সেই বৈঠকেই দেশের সিনেশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করণীয়, প্রত্যেকেই সেই বিষয়ে মতামত পেশ করেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) চালু করেন। সেই সময়েই তিনি জোর দিয়ে বলেন যে সিনেমা এবং বিনোদন শিল্প কেবল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিকেও চাঙ্গা করছে। শুক্রবার সেই প্রেক্ষিতেই তারকাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, চিরঞ্জিবী, মোহনলাল, রজনীকান্ত, আমির খান, এ আর রহমান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, হেমা মালিনী থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, আনন্দ মাহিন্দ্রা, মুকেশ আম্বানিদের মতো ব্যক্তিত্বরাও।

এদিন ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটের বিষয়ে বিভিন্ন ময়দানের খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা হয় মোদির। চলতি বছরেই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। ভারত সরকারের তরফে বিশ্বমানের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যাতে দেশের সিনেশিল্পে আন্তর্জাতিক ময়দান থেকে বিনিয়োগ আসে। এতে ভারতের অর্থনীতিও যে চাঙ্গা হবে, তা বলাই বাহুল্য। এই WAVES সামিটের পরামর্শদাতা হিসেবে ভারত তো বটেই এমনকী বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্যাতনামারাও রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে শুক্রবার গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রজনীকান্ত, অনুপম খেরদের কাছ থেকে টিপস নেন কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়।
Advertisement