shono
Advertisement

Breaking News

Prasinjit-Rituparna-Kaushik Ganguly

নতুন বছরে ফের জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! পরিচালকের আসনে কে?

২০১৭ সালে উইন্ডোজের ছবির হাত ধরে পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল টলিউডের হিট জুটির।
Published By: Arani BhattacharyaPosted: 04:27 PM Jan 06, 2026Updated: 04:41 PM Jan 06, 2026

বিশেষ সংবাদদাতা: টলিউডের হিট জুটি তাঁরা। পর্দায় তাঁদের উপস্থিতি এক আলাদা মাত্রা যোগ করে। তাঁরা আর কেউ নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০০১ সালে 'জামাইবাবু' ছবি মুক্তির চোদ্দো বছর পর 'প্রাক্তনে'র হাত ধরে বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল তাঁদের। পছন্দের জুটির 'রিইউনিয়নে' যারপরনাই খুশি হয়েছিলেন দর্শক। ২০১৭ সালে উইন্ডোজের 'প্রাক্তন' ছবিতে তাঁদের জুটি ফের উসকে দিয়েছিল নস্ট্যালজিয়া। ছবির রেজাল্ট জানিয়েছিল খোদ বক্সঅফিস। 

Advertisement

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'প্রাক্তনে'র পর, কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ' ও 'অযোগ্য' ছবিতে ফের তাঁরা পর্দায় ধরা দিয়েছিলেন একসঙ্গে। সেই ছবিও সুপারডুপার হিট হয়। তুমুল ব্যবসা করে বক্সঅফিসে। মাঝে যদিও 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। 'অযোগ্য'র পর টলিপাড়ার এই হিট জুটি ফের কবে পর্দায় ফিরবে তা নিয়ে অনেকের মনেই অনেকবার প্রশ্ন জেগেছে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, ফের নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতেই পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

সূত্রের খবর, নতুন বছরে নিজের প্রথম ছবি 'বিজয়নগরের হীরে'র ডাবিংয়ে গিয়ে নাকি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় মঙ্গলবার প্রসেনজিতের। শোনা যাচ্ছে, একই জায়গায় নিজের ছবির পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন পরিচালকও। সেখানেই নাকি নতুন ছবি নিয়ে আলোচনা হয় তাঁদের। আর সেই ছবিতে ফের প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণাকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। বলে রাখা ভালো, কানাঘুষো যখন এই খবর ছড়াচ্ছে ঠিক তখনই সোশাল মিডিয়ায় দেখা যায় ঋতুপর্ণা, প্রসেনজিৎ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু ছবি। যা এদিন সকালেই পোস্ট করা হয়েছে।

 

প্রথম একটি ছবিতে দেখা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। যা দেখে বোঝাই যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলছে তাঁদের। আর তাঁদের সঙ্গে সেই আলোচনাতে ভিডিও কলে যোগ দিয়েছেন টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। যা নতুন বছরে ছবি আসার জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে বলাই বাহুল্য। এছাড়াও আরও একটি পোস্টে দেখা গিয়েছে তাঁদের তিনজনের একগুচ্ছ ছবি যেখানে দেখা যাচ্ছে সশরীরে কৌশিক ও প্রসেনজিতের সঙ্গে যোগ দিয়েছেন ঋতুপর্ণাও। সূত্রের খবর থেকে আরও জানা যাচ্ছে যে, প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির আলোচনা নাকি এই মুহূর্তে রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে। সব কিছু ঠিক থাকলে নাকি চলতি বছরে গ্রীষ্মকালেই শুটিং শুরু হবে নতুন ছবির।

 

যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। তবে নেটিজেনরা সেই পোস্টের কমেন্ট বক্স জুড়ে শুধু 'প্রাক্তন' ও 'দৃষ্টিকোণে'র মতো ছবির আবদার জানিয়েছে। অনেকেই আবার কমেন্টে বলেছেন, 'খুব তাড়াতাড়ি দৃষ্টিকোণ ২' আসছে। তবে আদৌ এই খবর কতটা সত্যি? কিংবা এই জুটিকে ফের পর্দায় নিয়ে আসছেন কিনা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তা জানতে এখন ধৈর্য ধরা ছাড়া উপায় নেই তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোদ্দো বছর পর 'প্রাক্তনে'র হাত ধরে বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের।
  • 'অযোগ্য'র পর টলিপাড়ার এই হিট জুটি ফের কবে পর্দায় ফিরবে তা নিয়ে অনেকের মনেই অনেকবার প্রশ্ন জেগেছে।
  • এবার কানাঘুষো শোনা যাচ্ছে, ফের নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতেই পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
Advertisement