সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মসূত্রে জওয়ান পরিবারের কন্যা প্রীতি জিন্টা (Preity Zinta)। অভিনেত্রীর বাবা দুর্গানন্দ জিন্টা ছিলেন সেনা আধিকারিক। তাই শৈশব থেকেই কড়া নিয়মানুবর্তিতার মধ্যে বেড়ে ওঠা নায়িকার। সেই সূত্রে, দেশমাতৃকার সেবায় নিয়োজিত সেনাদের আত্মবলিদানের সঙ্গে অনেক ছোট থেকেই অবগত তিনি। গর্বিত জওয়ানদের পরিবার কতটা কষ্টে থাকে সেকথাও বারবার তাঁর নানা সাক্ষাৎকারে উঠে এসেছে। আর বর্তমানে যখন ভারত-পাক সংঘাতে উত্তপ্ত আবহ, তখন স্বাভাবিকভাবেই সেনাজওয়ানের জয়গান তাঁর মুখে। কিন্তু প্রীতি জিন্টার বলিউড সহকর্মীদের একাংশের আবার অপারেশন সিঁদুর নিয়ে কোনও উচ্চবাচ্য নেই! এপ্রসঙ্গে কী মত ফৌজিকন্যার?
সম্প্রতি এক্স হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলেন প্রীতি। সেখানেই জনৈক তাঁকে জিজ্ঞেস করে বসেন,আপনার একাধিক বলিউড সহকর্মী অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। না পহেলগাঁও সন্ত্রাস নিয়ে তাঁদের সেভাবে প্রতিবাদ করতে দেখা দিয়েছে না অপারেশন সিঁদুরের পর সেনাদের নিয়ে কোনও কথা বলেছেন, এই বিষয়ে আপনার কী মন্তব্য? 'বিতর্কিত' প্রশ্ন দেখে চাইলেই এড়িয়ে যেতে পারতেন অভিনেত্রী। তবে তিনি কিন্তু সেটা করেননি। বরং এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন প্রীতি জিন্টা। তাঁর কথায়, "আমি তো ওঁদের সকলের হয়ে কথা বলতে পারি না, কারণ একেকজনের চিন্তাভাবনা একেকরকম। তবে একজন ফৌজির মেয়ে কিংবা আর্মি পরিবারের সদস্য হিসেবে এটুকু বলতে পারি, এই বিষয়গুলো সরাসরি আমার মনে ধাক্কা দেয়। তাই আমি নিজের মতো করে প্রতিবাদ করি। আমি খুব কাছ থেকে ওঁদের ঘাম, রক্ত, চোখের জল দেখেছি। আমার তো কখনও কখনও মনে হয়, একজন সেনার থেকে তাঁর পরিবার বেশি শক্ত হয় মনের দিক থেকে।" এখানেই থামেননি প্রীতি।
এক্স হ্যান্ডেলের ওই পোস্টেই অভিনেত্রীর সংযোজন, "সেসব মায়েদের দেখেছেন, যাঁরা দেশের জন্য নিজের গর্ভের সন্তানদের উৎসর্গ করেন। সেসব স্ত্রীদের কতা ভাবুন, যাঁরা আর কখনও তাঁদের স্বামীর হাসি মুখ দেখতে পাবেন কিনা, সেই সংশয়ে দিন কাটান। সেসব সন্তানরা যারা জীবনে কখনও বাবা-মাকে পথপ্রদর্শক হিসেবে পাবে না? এটাই ওঁদের বাস্তব। তাই বাকি কে কী বলল বা না বলল, তাতে ওদের পরিস্থিতি তো কখনও বদলাবে না। প্রার্থনা করি, ঈশ্বর ওঁদের মঙ্গল করুন।" প্রীতির উত্তরের পরই নেটিজেনদের একাংশ শাহরুখ, সলমনদের নাম করেন। যাঁরা অপারেশন সিঁদুর নিয়ে টুঁ শব্দটি করেননি! যদিও প্রীতি কারও নাম নেননি, তবে নেটপাড়ার একাংশের অনুমান, অভিনেত্রীর এমন মন্তব্য বলিউডের খান সাম্রাজ্যকে নিশানা করেই।
বলিউডের পর্দায় দীর্ঘদিন দেখা নেই প্রীতি জিন্টার! তৎসত্ত্বেও তাঁকে নিয়ে বিন্দুমাত্র উন্মাদনার অভাব নেই ভারতীয় অনুরাগীদের মধ্যে। ‘পাঞ্জাব কিংস’-এর মালকিন হিসেবে তিনি বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত। কখনও গ্যালারিতে আবার কখনও বা মাঠে খেলোয়ারদের সঙ্গে ‘ডিম্পল সুন্দরী’র হাসিঠাট্টার মুহূর্ত ভাইরাল হয়েছে। এসবের মাঝেই ফের চর্চায় প্রীতি জিন্টা। কেন? কারণ দেশের উত্তপ্ত পরিস্থিতিতে অপারেশন সিঁদুর নিয়ে বলিউডের যেসমস্ত তারকারা মুখে কুলুপ এঁটেছেন, তাঁদের প্রসঙ্গেই মুখ খুললেন প্রীতি জিন্টা।
