shono
Advertisement
Priyanka Chopra

'প্রিয়াঙ্কাকে দেখলে সামলাতে পারি না', কপিল শর্মার মন্তব্যে ছিছিক্কার! সায় দিয়ে বিতর্কে 'দেশি গার্ল'ও

কপিলের মন্তব্যে সায় দিয়ে 'পরকীয়ায় সমর্থন'? বিতর্ক উসকালেন 'দেশি গার্ল'!
Published By: Sandipta BhanjaPosted: 11:43 AM Dec 23, 2025Updated: 11:43 AM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে সেলেবদের হাঁড়ির খবর বের করতে কপিল শর্মার জুড়ি মেলা ভার! তাঁদের জীবনশৈলী থেকে বেডরুম সিক্রেট, সবেতেই নজর সঞ্চালকের। কপিলের ব্যাঙ্গাত্মক প্রশ্নবাণে এযাবৎকাল বহু তারকা ধরাশায়ী হয়েছে। তবে এবার প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে নিজেই বিতর্কের গেরোয় কৌতুকাভিনেতা তথা সঞ্চালক কপিল শর্মা।

Advertisement

নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ের নতুন মরশুমে সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন 'দেশি গার্ল'। মার্কিন মুলুক থেকে মুম্বইয়ে পা রাখার আগেই যদিও কপিলকে তৈরি থেকো বলে হুঁশিয়ারি দেগেছিলেন প্রিয়াঙ্কা, তবে সংশ্লিষ্ট পর্ব নিয়ে এত নেতিবাচক চর্চার মুখে পড়তে হবে, সেটা বোধহয় তাঁরা নিজেরাও কল্পনা করতে পারেননি! ঠিক কী ঘটেছে? কৌতুক শোয়ের একটি ছোট ক্লিপ নিয়ে বর্তমানে সোশাল পাড়ায় ব্য়াপক নিন্দে-সমালোচনা শুরু হয়েছে। যেখানে প্রিয়াঙ্কার উদ্দেশে কপিলকে বলতে শোনা গেল, "ইনি মানুষের মনে এমনভাবে রাজত্ব করেন যে, মাঝেমধ্যে দু' বাচ্চার বাবাও ভুলে যায় যে সে বিবাহিত!" কপিল শর্মার এহেন রসিক মন্তব্যে সায় দিয়ে প্রিয়াঙ্কাও 'ফ্লার্টিং'য়ের ভঙ্গিতে তাঁর চুল ঠিক করে দিয়ে বলেন, "এরকম তো মাঝেমধ্যে হয়েই থাকে কপিল, ঠিক আছে।" কথাপ্রসঙ্গেই সঞ্চালক বলে ফেলেন, আসলে প্রিয়াঙ্কাকে দেখলে নিজেকে সামলানো দায়! এখানেই অবশ্য প্রিয়াঙ্কা-কপিলের রসিক আড্ডা থামেনি!

Kapil Sharma shades Superstar in this scripted show. Priyanka's answer is interesting.
byu/Red99it inBollyBlindsNGossip

কথাপ্রসঙ্গে আবার নিক জোনাসকে নিয়েও আশঙ্কা প্রকাশ করেন কপিল শর্মা। বলেন, "আমাদের শোয়ে কিন্তু ইংরেজি সাবটাইটেল দেখা যায়। তোমার স্বামী নিক আবার সেসব পড়ে না নেয়!" পালটা তড়িৎগতিতে 'দেশি গার্লে'র জবাব, "আরে নিকের অভ্যেস হয়ে গিয়েছে। ও জানে, সবাই আমার সঙ্গে ফ্লার্ট করে। কিন্তু দিনের শেষে আমি তো বাড়িতেই ফিরি...।" শোয়ের এই অংশের ভিডিও ক্লিপ নিয়েই বর্তমানে সোশাল পাড়ায় তুমুল চর্চা! কেউ কপিলকে কটাক্ষ করে বললেন, আপনিও তো দু বাচ্চার বাবা, তাও প্রকাশ্যে ফ্লার্ট করছেন? কেউ বা দেশি গার্লকে কটাক্ষ করে বললেন, সম্পর্কে বিশ্বাসঘাতকতাকে সমর্থন করছেন আপনিও? কেউ বললেন, 'কী সুন্দর বিষয়টাতে সায় দিলেন প্রিয়াঙ্কা! আপনি কি পরকীয়াকে সমর্থন করেন?' এহেন নানা প্রশ্নবাণের ভিড় নেটপাড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে নিজেই বিতর্কের গেরোয় কৌতুকাভিনেতা তথা সঞ্চালক কপিল শর্মা।
  • নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ের নতুন মরশুমে সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন 'দেশি গার্ল'।
Advertisement