সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম বদলাল রাজ চক্রবর্তীর প্রথম হিন্দি ওয়েব সিরিজের। পরিচালকের প্রথম হিন্দি ওয়েব সিরিজ দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক। গত বছর শুরু হয়েছিল এই সিরিজের শুটিং। প্রথমে সিরিজটির নাম 'পরিণীতা' রাখা হবে বলে জানানো হয়। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে, নাম বদল হয়ে রাজের প্রথম হিন্দি সিরিজের নাম হয়েছে 'জিদ্দি ইশক'। কিন্তু হঠাৎ নামবদল কেন সিরিজের? জানা যাচ্ছে, ছবির গল্প যেখানে শেষ, সিরিজের গল্প সেখান থেকেই শুরু। ছবি ও সিরিজের গল্পে কোনও রকম মিল না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
এই মুহূর্তে চলছে সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইতেই নাকি জাতীয় স্তরের ওটিটি মঞ্চে দেখানো হবে রাজের নতুন এই হিন্দি ওয়েব সিরিজ। ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিরিজে ওই দুই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অদিতি পোহঙ্কর।
সিরিজের মাঝে হিন্দিতে ছোট পর্দায় কাজের সুযোগও হয়েছে রাজের। এর আগে গুরগাঁও ফিল্মসিটি স্টুডিয়োতে পরিচালনা করছিলেন রাজ। জানা গিয়েছিল, হিন্দিতে 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিক নির্মিত হচ্ছে, যার নাম 'তু দিল ম্যায় ধড়কন'। তার প্রোমো তৈরি করেছিলেন রাজ। তবে হিন্দি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও টলিউডেও চলছে তাঁর সমান তালে কাজ। শোনা যাচ্ছে, বাংলায় রাজের জনপ্রিয় ওয়েব সিরিজ 'আবার প্রলয়' -এর পরের পর্বের চিত্রনাট্য লেখার কাজও নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরিচালক। যদিও এই বাংলা সিরিজ এখনও শুটিং ফ্লোরে যেতে বেশ দেরি রয়েছে বলেই শোনা যাচ্ছে।