সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের অপেক্ষার পর অবশেষে গত ১৬ মার্চ ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু হয়েছে। দোর্দণ্ডপ্রতাপ ডাকাতের দুঃসাহসিক কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে আদা-জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন দেব। ছবির প্রথম ভাগের শুটিং সেরে ফেলেছে টিম 'রঘু ডাকাত'। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলকও। সেখানে রক্তমাখা খড়্গ হাতে দেবের লুক দেখে দর্শকরা অভিনেতাকে প্রশংসায় ভরিয়েছেন।

মাত্র কয়েকদিন আগে গোটা টিমকে বর্ধমানের আউশগ্রামে শুটিং করতে দেখা গিয়েছে। সেই শুটিংয়ে ঘোড়সওয়ার রঘু ডাকাতরূপী দেবকে দেখতে উপছে পড়েছিল ভিড়। শোনা যাচ্ছে, এবার সেই দলে যোগ দিতে চলেছেন টলিপাড়ার দুঁদে অভিনেতা রজতাভ দত্ত। গল্পে এমন এক চরিত্রে ধরা দেবেন তিনি, যা নাকি কল্পনাও করতে পারবেন না দর্শক। রজতাভর অভিনীত চরিত্র নিয়ে এখন টিমের কেউই এখন নাকি মুখ খুলতে চান না।
প্রসঙ্গত, 'রঘু ডাকাত' ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল। ছবিতে অভিনয়ের জন্য ঘোড়সওয়ারির তালিম নিয়েছেন অভিনেতা। শিখেছেন তরবারি যুদ্ধও। খাদানের পর এই ছবির হাত ধরে সম্পূর্ণ নয়া অবতারে পর্দায় হাজির হবেন অভিনেতা। আর তাঁকে যোগ্যসঙ্গত দিতে থাকছেন রজতাভ দত্ত। এই অভিনেতাকে দর্শক বরাবর চরিত্রাভিনেতা হিসাবেই চিনেছেন। ভিলেন হোক বা কমেডি চরিত্র কিংবা কোন জটিল চরিত্র- সর্বত্রই নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন। আশা করা যায় 'রঘু ডাকাত'-এও তিনি দর্শকদের মন ভরাবেন।