সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বাসিন্দা হয়েও উত্তরপ্রদেশের ভোটার অমিতাভ বচ্চন! তোলপাড় ফেলে দিল যোগীরাজ্যের এসআইআর ফর্ম। জানা গিয়েছে, ঝাঁসির ভোটার তালিকায় জ্বলজ্বল করছে বলিউড শাহেনশার নাম এবং বংশপরিচয়। শুধু তাই নয়, অমিতাভের বাবা খ্যাতনামা কবি হরিবংশ রাই বচ্চনের নামও রয়েছে সেই তালিকায়। আর এহেন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল।
বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। আর সেই কাজ করতে গিয়েই 'কেঁচো খুঁড়তে কেউটে'! ঝাঁসির কাচিয়ানা এলাকার ভোটার লিস্ট দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে বিএলওদের। দেখা গিয়েছে, ২০০৩ সাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে বচ্চনদের নাম। ঝাঁসির ইআরওয়ের তরফে প্রকাশ্যে আনা তালিকা অনুযায়ী, ওর্চা গেট সংলগ্ন এলাকার ৫৪ নম্বর বাড়ির বাসিন্দা অমিতাভ বচ্চন। তবে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় হয় যোগীরাজ্যের বিএলওদের! কারণ ৫৪ নম্বরে কোনও বাড়ির অস্তিত্বই নেই। বরং সেখানে দাঁড়িয়ে রয়েছে আস্ত এক মন্দির। উল্লেখ্য, ফি বছর মুম্বইয়ের জুহু কেন্দ্রে সপরিবারে ভোট দেন অমিতাভ বচ্চন। সেখানে ঝাঁসির কাচিয়ানা কেন্দ্রের ভোটার তালিকায় কীভাবে বিগ বি'র যোগ হল? সন্দিহান সেখানকার বিএলওরাও।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করায়, তাঁরাও জানান যে অমিতাভ বচ্চনকে এযাবৎকাল শুধু সিনেমার পর্দাতেই দেখেছেন তাঁরা। বাস্তবে ওই পাড়ায় কোনওদিন পা-ই রাখেননি শাহেনশা। স্থানীয়দের কথায়, অমিতাভ তো দূরঅস্ত, কাচিয়ানায় বলিউড তারকার কোনও কোনও আত্মীয়ের বাড়িও নেই। এহেন 'অদ্ভুতুড়ে' ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর ঝাঁসিজুড়ে হইচই পড়ে গিয়েছে। স্থানীয়দের একাংশের বিক্ষোভ, যেখানে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে সাধারণ মানুষের জুতোর শুকতলা খুইয়ে যাচ্ছে, সেখানে অমিতাভ এবং তাঁর বাবা মহারাষ্ট্রের ভোটার হলেও কেন তাঁদের নাম ঝাঁসির ভোটার তালিকায় রয়েছে? সরকারি ত্রুটি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তাঁরা।
