shono
Advertisement
Ranbir Kapoor

রাহা যেন থাকে নিরাপদে, মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভোট দিলেন রণবীর

'জয় মহারাষ্ট্র' স্লোগান দিয়ে বুথ থেকে বেরিয়ে কী বললেন রণবীর কাপুর?
Published By: Sandipta BhanjaPosted: 05:07 PM Nov 20, 2024Updated: 05:20 PM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরকে (Ranbir Kapoor) আগেভাগেই বিশ্বের 'সেরা বাবা'র তকমা দিয়েছেন শ্বশুর মহেশ ভাট। রাহার প্রতি ভীষণই যত্নশীল তিনি। আর সেটা আলিয়া ভাটের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই স্পষ্ট হয়, মেয়ে যেন রণবীরের নয়নমণি। রাতে মেয়েকে গল্প বলে শোনানো থেকে তাঁর সঙ্গে অবসরে খেলা সবটাই করেন। ফটোশিকারিদের ক্যামেরাতেও একাধিকবার ধরা পড়েছে রণবীর কাপুর কীভাবে মেয়ে রাহাকে সবসময়ে আগলে রাখেন। এবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনও দায়িত্বশীল 'বাবা' রণবীর কাপুরকে দেখলেন পাপারাজ্জিরা।

Advertisement

বর্তমানে রণবীর যেখানেই যান, মেয়ে রাহাকে তাঁর সঙ্গে দেখা যায়। এমনকী আলিয়া না থাকলেও তিনি মেয়েকে নিয়ে নানা অনুষ্ঠানে পৌঁছে যান। বলিউডের একসময়ের সেই 'ফ্ল্যামবয়েন্ট' ছেলেটি যেন বাবা হওয়ার পর আদতেই অনেকটা থিতু! বর্তমানে বলিপাড়ার সেলেব কিডরা যখন বিদেশের মাটিতে পড়াশোনা কিংবা কাজের জন্য ব্যস্ত, সেখানে মেয়েকে সম্ভবত দেশি সংস্কৃতিতেই বড় করতে চান রণবীর কাপুর। বর্তমান সময়ে নারী নিরাপত্তার বিষয়টি যখন দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে, তখন মেয়ের ভবিষ্যৎ যেন সুনিশ্চিত থাকে, মহাসরকার গড়ার ক্ষেত্রে দায়িত্ববাণ নাগরিকের মতো বিধানসভা ভোটে অংশ নিলেন তিনিও।

২০ নভেম্বর, বুধবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন প্রান্তের বুথে সেলেবদের ভিড়। দায়িত্ববাণ নাগরিকদের মতো গনতন্ত্রের উৎসবে শামিল রণবীর কাপুরও। পরনে সাদা টি শার্ট। চোখে রোদচশমা। সুপারস্টার কাপুরকে দেখেই বুথে ভিড়! মুম্বইয়ের পালি হিলসের ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া সারতে পৌঁছে গিয়েছিলেন রণবীর কাপুর। অভিনেতা গাড়ি থেকে নামতেই তাঁকে ছেঁকে ধরেন ফটোশিকারিরা। পোলিং বুথে যাতে নির্বিঘ্নে ভোট হয়, তার জন্য মহারাষ্ট্র সরকারের আয়োজন দেখে প্রশংসায় পঞ্চমুখ কাপুরনন্দন। পাশাপাশি আমজনতাকেও মৌলিক অধিকার প্রয়োগের বার্তা দেন রণবীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, "এটা সকলের দায়িত্ব ভোট দেওয়া। তাই এখনও যদি ভোট না দিয়ে থাকেন, তাহলে দয়া করে এসে নিজের ভোটপ্রয়োগ করুন। সন্ধে ৬টা পর্যন্ত বুথ খোলা থাকছে। আর পালি হিলসে তো বিশেষ সুবিধে রয়েছে। রাত ৮টা পর্যন্ত ভোট দিতে পারবেন।"

এদিকে ভোটগ্রহণ কেন্দ্রে রণবীর কাপুরকে দেখে সেলফি তোলার আবদার করেন অনুরাগীরা। অভিনেতাকে প্রায় ঘিরে ধরেছিলেন তাঁরা। তবে তার জন্যে রণবীরের মধ্যে বিরক্তির লেশমাত্র নেই! ভক্তদের আবদার মেটাতে 'জয় মহারাষ্ট্র' স্লোগান দিয়ে ক্যামেরায় তাঁদের সঙ্গে পোজও দিলেন সুপারস্টার। নেটপাড়ায় সেসব ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের মন্তব্য, 'মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই যেন আরও দায়িত্ববাণ হয়ে উঠেছেন রণবীর কাপুর।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০ নভেম্বর, বুধবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন প্রান্তের বুথে সেলেবদের ভিড়।
  • দায়িত্ববাণ নাগরিকদের মতো গনতন্ত্রের উৎসবে শামিল রণবীর কাপুরও। পরনে সাদা টি শার্ট। চোখে রোদচশমা।
  • সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, "এটা সকলের দায়িত্ব ভোট দেওয়া।"
Advertisement