shono
Advertisement
Ranbir Kapoor

বছরশেষে রণবীর কাপুরের বড় ধামাকা! সিক্যুয়েল আসার আগেই 'অ্যানিম্যাল' মুক্তি পাচ্ছে জাপানে

জাপানে ভারতীয় সিনেমার এহেন ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কীভাবে লাভবান হচ্ছে বলিউড?
Published By: Sandipta BhanjaPosted: 04:48 PM Dec 24, 2025Updated: 05:45 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালের বক্স অফিসে ঝড় তুলেছিল 'অ্যানিম্যাল'। তবে এই ছবি নিয়ে বছর দুয়েক বাদেও চর্চার অন্ত নেই। কিন্তু নিন্দে-সমালোচনা যতই হোক, বিতর্কের পালে হাওয়া দিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ক্যাশবাক্স কিন্তু উপচে পড়ছিল! শুধু তাই নয়, রিলিজের মাত্র পনেরো দিনেই ২০২৩ সালের পাঁচ বড় ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছিল রণবীর কাপুরের এই ছবি। তবে ব্যবসার পাশাপাশি রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'কে কম সমালোচনা, কটাক্ষাবাণে বিদ্ধ হতে হয়নি। বর্তমানে 'ধুরন্ধর' আবহেও চর্চায় ভাঙ্গার এই সিনেমা। এবার খবর, সিক্যুয়েল আসার আগেই জাপানে মুক্তি পাচ্ছে 'অ্যানিম্যাল'।

Advertisement

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আগেভাগেই জানিয়েছিলেন যে, ২০২৭ সালে বড় পরিসরে সিক্যুয়েল 'অ্যানিম্যাল পার্ক' নিয়ে আসতে চলেছেন তিনি। কারণ চব্বিশ, পঁচিশ সালজুড়ে রণবীর নীতেশ তিওয়ারির 'রামায়ণ' এবং সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার'-এর কাজে ব্যস্ত ছিলেন। তাই ছাব্বিশ সাল থেকে সিক্যুয়েলের শুটিং শুরু করার কথা। যে সিনেমা এবার আরও বড় স্টার কাস্ট নিয়ে সিনেপর্দায় আছড়ে পড়তে চলেছে। তবে তার আগেই পঁচিশের বছরশেষে বড়চমক দিলেন সুপারস্টার কাপুরনন্দন। এবার জাপানে মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল'। তবে এবছর নয়। তার জন্য জাপানবাসীদের অপেক্ষা করতে হবে আরও মাস দেড়েক। রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা, অনিল কাপুর এবং ববি দেওল অভিনীত 'অ্যানিম্যাল' ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারী রিলিজ করবে সানাই তাকাইচির দেশে।

দিন কয়েক আগেই জাপানজুড়ে মুক্তি পেয়েছিল 'বাহুবলী'। স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন প্রভাস। কানাঘুষো, 'অ্যানিম্যাল' প্রিমিয়ারে হাজির থাকবেন রণবীর কাপুর। আর জাপানে ভারতীয় সিনেমার এহেন ক্রমবর্ধমান জনপ্রিয়তা যে আখেড়ে দেশের সিনেইন্ডাস্ট্রিকে চাঙ্গা করবে, তা বলাই বাহুল্য। পাশাপাশি ভারতীয় সিনেমা যে বিশ্বব্যাপী নতুন 'ক্রেজ' তৈরি করছে, সেটাও উল্লেখ্য। চলতি বছরেই ৭১তম জাতীয় পুরস্কারের আসরে তিন-তিনটে বিভাগে বিজয়ী হয়েছে 'অ্যানিম্যাল'। সেই সূত্রেই সিনে ওয়াকিবহাল মহলের মত, ভারতের পর এবার জাপানেও বিজয়রথ ছোটাবে রণবীর কাপুরের সিনেমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিক্যুয়েল আসার আগেই জাপানে মুক্তি পাচ্ছে 'অ্যানিম্যাল'।
  • 'অ্যানিম্যাল' ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারী রিলিজ করবে সানাই তাকাইচির দেশে।
Advertisement