সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কের পর লিন লাইশরামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা রণদীপ হুডা। ২০২৩ সালে আয়োজিত হয় তাঁদের বিয়ে। সেসময়ে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের একাধিক ছবি। শ্বেতশুভ্র পোশাকে বিয়ের সাজে সেজেছিলেন তাঁরা দু'জন। আর পাঁচটা বিয়ের নিয়ম থেকে একেবারেই আলাদা ছিল রণদীপ হুডার বিয়ে। মণিপুরি নিয়মে বিয়ে সেরেছিলেন অভিনেতা। আর তাই তাঁকে মানতে চয়েছিল মণিপুরি বিয়ের বেশ কিছু অদ্ভূত নিয়ম।
আসলে কথায় বলে 'যস্মিন দেশে যদাচার'। আর তা একেবারে অক্ষরে অক্ষরে মেনেছিলেন রণদীপ হুডা ও লিন লাইশরাম। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিনেতা যে এই বিয়ের নিয়মের সঙ্গে তিনি একেবারেই পরিচিত ছিলেন না। পুরোটাই ছিল নতুন আর তাই যারপরনাই অবাকও হয়েছিলেন তিনি। অভিনেতা আরও বলেন, "আমরা যখন বিয়ের আসর যাওয়ার জন্য প্রস্তুত হই তখন আমাদের সঙ্গে একজন সবসময় ছিলেন। তিনি আমাকে সব নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। গোটা বিয়েতে আমি একবারো মাথা নিচু করতে পারিনি। এটা ছিল বিয়ের একটা নিয়ম। শুধু তাই নয় আমাকে বিয়েতে যাওয়ার আগে একটা ছাতা আর বাটি দেওয়া হয়েছিল। আমি এর কারণ জিজ্ঞেস করায় আমাকে বলা হয় আমার যদি বিয়ে চলাকালীন মূত্রত্যাগের প্রয়োজন হয় তাহলে আমি ওই বাটিতে মূত্রত্যাগ করতে পারি। কিন্তু কোনওভাবেই যেন বিয়ের আসরে না নড়ি।"
তবে শুধুই রণদীপ নয়। বিয়ের আসরে বহু অদ্ভূত নিয়ম মানতে হয়েছিল লিয়ানকেও। বিয়ে চলাকালীন একবারো সে হাসতে পারেনি। তবে দম্পতি সবরকম চেষ্টা করেছেন সব নিয়ম পালন করার। উল্লেখ্য, নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপে একসঙ্গে অভিনয়ের সূত্রে পরিচয় হয় লিয়ান ও রণদীপের। পরে ২০২৩ সালে পরিণতি পায় সেই সম্পর্ক।