shono
Advertisement
Rani Mukerji-Karan Johar

অস্ট্রেলিয়ার সংসদে ভারতীয় সিনেমার প্রতিনিধি রানি-করণ, কী বলবেন সেখানে?

নায়িকা-পরিচালক দুজনই উচ্ছ্বসিত এই সুযোগ পেয়ে। জানালেন মনের কথা।
Published By: Suparna MajumderPosted: 07:05 PM Aug 12, 2024Updated: 09:21 PM Aug 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমা এখন গ্লোবাল। সারা বিশ্বে এ দেশের চলমান চিত্রের গুনগান। বিদেশে বরেণ্য তারকারাও। সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছেন শাহরুখ খান। এবার অস্ট্রেলিয়ার সংসদ ভবনে ভারতীয় সিনেমার প্রতিনিধি রানি মুখোপাধ্যায় ও করণ জোহর।

Advertisement

১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ১৫তম মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব (IFFM)। তার আগেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। সেখানে সারা দুনিয়ায় ভারতীয় সিনেমার বাড়তে থাকা জনপ্রিয়তা নিয়ে কথা বলবেন রানি ও করণ। জানাবেন এর সাংস্কৃতিক প্রভাবের কথা। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ভারতীয় সিনেমার পরিসর বৃদ্ধি নিয়েও নায়িকা, পরিচালক কথা বলবেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘যোনি মানে তো…’, RG Kar কাণ্ডের মাঝেই শ্রীজাতর কলমে রক্তমাংসের নারী শরীরের কথা]

অস্ট্রেলিয়া রাজনীতিবিদ, সিনে বোদ্ধা, বিশিষ্টজনদের সামনে ভারতীয় সিনেমা নিয়ে কথা বলবেন। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত রানি মুখোপাধ্যায়। জানান, ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। অভিনেত্রীর কথায়, "এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন মোমেন্ট। আর ভারত ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে কথা বলা আমার কাছে গর্বের।" রানি মনে করেন বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, অহমিয়া, মারাঠি, হিন্দি-সহ ভারতের অন্যান্য ভাষার সিনেমা এখন বিশ্ব বিনোদনের জগতে প্রথম সারিতে রয়েছে।

বিষয়টি নিয়ে বেশ খুশি করণ জোহর। পরিচালকের কথায়, "অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য পেশ করার আমন্ত্রণ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে আমি রোমাঞ্চিত। আমাদের গল্পগুলো দেশের সীমানা ছাড়িয়ে এগিয়ে চলেছে, এর সাক্ষী হতে পারা সত্যিই দারুণ অভিজ্ঞতা।" প্রসঙ্গত, আগামী ২৫ আগস্ট পর্যন্ত মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব উৎসব চলবে। জানা গিয়েছে, এবারের চলচ্চিত্র উৎসবে যশ চোপড়ার স্ট্যাম্প লঞ্চ করা হবে।

[আরও পড়ুন: বাঙালি ‘স্ত্রী’দের রূপে মুগ্ধ শ্রদ্ধা, তুলনায় আনলেন ‘কবিতা’ প্রসঙ্গ, রাজকুমার কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ১৫তম মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব (IFFM)।
  • তার আগেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে।
Advertisement