সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই অঘটন। পায়ে গুরুতর চোট পেয়ে শয্যাশায়ী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। শরীরচর্চা করতে গিয়েই বিপত্তি ঘটিয়েছেন অভিনেত্রী। যার জেরে সলমনের 'সিকন্দর'-এর শুটিংয়ের পাশাপাশি আরও দুটো ছবির কাজ থমকে গিয়েছে। তাই শুটিং শিডিউল নড়চড় হওয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন 'পুষ্পা'র 'শ্রীবল্লী'।
বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি মিলিয়ে রশ্মিকা বর্তমানে ব্যস্ততম অভিনেত্রী। তাঁর 'পুষ্পা ২' এখনও বক্স অফিসে খেলা দেখাচ্ছে। সিক্যুয়েলেও ততোধিক সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন রশ্মিকা আপাতত। আর সেই সাফল্যকে সঙ্গী করেই 'সিকন্দর'-এর শুটিং করছিলেন রশ্মিকা। যে ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন বলিউড সুপারস্টার সলমন খান। তবে সম্প্রতি জিম করতে গিয়ে পায়ে এমন গুরুতর চোট পেয়েছেন তিনি যে মাঝপথেই শুটিং থামাতে হল তাঁকে। চিকিৎসকদের পরামর্শে পুরোপুরি বিশ্রামে রয়েছেন রশ্মিকা। বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের বর্তমান শারীরক পরিস্থিতির খবর দিয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা, মুখ ভার করে রয়েছেন তিনি। তাঁর জন্য তিন তিনটে সিনেমার কাজ স্থগিত থাকায় স্বাভাবিকভাবেই মন খারাপ রশ্মিকার।
দক্ষিণী সুন্দরী পোস্টে লিখেছেন, নিজেকে নববর্ষের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ, না কি কয়েক মাসের মধ্যে, তা ঈশ্বরই জানেন একমাত্র। সময় মতো 'থামা', 'সিকন্দর' এবং 'কুবেরা'র সেটে যাতে পৌঁছতে পারি, সেই প্রার্থনাই করছি আপাতত। এরপরই পরিচালকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে রশ্মিকা মন্দানার সংযোজন, "দেরি হওয়ার জন্য দুঃখিত। আমার পা ঠিক হলেই তাড়াতাড়ি ফিরব সেটে। তবে এর মাঝেও যদি আপনাদের আমাকে প্রয়োজন হয়, তা হলে হয়তো সেটের এক কোণে আমাকে আবার শরীরচর্চা করতে দেখবেন।"
জানা গিয়েছে, 'সিকন্দর'-এর শুটিং করার সময়েই রশ্মিকা পায়ে চোট পেয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। চলতি বছরে তাঁর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এদিকে বিজয় দেবেরাকোন্দ্রার সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন। যা কিনা একাধিকবার চর্চার শিরোনামে থেকেছে। এবার রশ্মিকার সুস্থ হওয়ার অপেক্ষা।
