shono
Advertisement
RG Kar Issue

'মারব চটি তালে তালে...' 'অরাজনৈতিক' খোঁচা কুণালের, পাল্টা দেবলীনার

কী বললেন দেবলীনা দত্ত?
Published By: Akash MisraPosted: 01:21 PM Sep 19, 2024Updated: 02:50 PM Sep 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে (RG Kar Issue) প্রথম থেকেই সরব টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। রাত দখল থেকে পথে মিছিল,জুনিয়ার ডাক্তারদের দীর্ঘ আন্দোলনে বরাবরই সক্রিয় ভূমিকা নিয়েছেন দেবলীনা। শুধু সোশাল মিডিয়াতেই নয়, সরাসরি রাজপথে নেমে তিলোত্তমার সুবিচারের জন্য কণ্ঠ ছেড়েছেন অভিনেত্রী। আর সেই কারণেই জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের মধ্যে থেকেই স্লোগান দিয়েছেন তিনি। মাইক হাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''পুলিশ প্রশাসনের গালে গালে, মারব চটি তালে তালে।'' সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেবলীনার সেই ভিডিও। আর এবার অভিনেত্রীর সেই স্লোগানের ভিডিও দেখেই দেবলীনাকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Advertisement

কুণাল ঘোষ ট্যুইটে স্লোগানের কয়েকটি লাইন উল্লেখ করে লিখলেন, ''দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত।''

কুণাল ঘোষের এই টুইটের প্রতিক্রিয়া জানার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল অভিনেত্রী দেবলীনা দত্তকে যোগাযোগ করলে, তিনি জানান, ''আমি তো অভিনেত্রী আন্দোলন করার অভিজ্ঞতা আমার নেই। এই প্রথম কোনও আন্দোলনে যোগদান করেছি। সেরকমই স্লোগান আমি লিখছি না। স্লোগান লেখার বা তৈরি করার দায়িত্ব আমি নিইনি। আপামর জনতার আন্দোলনে যে স্লোগানগুলো শুনছি, সেই স্লোগানগুলোই বলেছি। এই স্লোগানগুলো আমার মুখে যদি প্রথমবার শুনে থাকেন শ্রদ্ধেয় কুণালদা, তাহলে সেটা তাঁর অক্ষমতা। হাজার হাজার জনতা যখন আন্দোলনে নামছেন, যে স্লোগান দিয়েছেন, সেই স্লোগানই আমি দিয়েছি। শ্রদ্ধেয় কুণালদা আমার মুখে যদি প্রথমবার এই স্লোগান শুনে থাকেন, তাহলে এটা তাঁর অক্ষমতা। এই স্লোগানের কপিরাইট কার, তা কেউ জানে না। কেউ জানে না, এটা কে লিখেছে।''

সম্প্রতি টেলি অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের একটি মন্তব্য ঘিরে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যর পোস্টে সরগরম হয়েছিল নেটদুনিয়া। টলিপাড়ার অনেকের দাবি কুণাল ঘোষ ও দেবাংশুর সেই পোস্টের ভাষা একেবারেই মার্জিত নয়। সোশাল মিডিয়ায় সেই ঘটনারও সমালোচনা করেছিলেন দেবলীনা। সেই পোস্টকে ইঙ্গিত করেই, এদিন দেবলীনা আরও বলেন, ''সব কিছুরই একটা শুরু হয়। এই টুইটে শ্রদ্ধেয় কুণাল ঘোষের ভাষার অনেকটাই পরিবর্তন হয়েছে। ভাষা অনেক বেশি ভদ্র হয়েছে। সেক্ষেত্রে আমিই যদি পায়োনিয়ার হই, তার জন্য আমি সবচেয়ে খুশি ।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই স্লোগানের কপিরাইট কার, তা কেউ জানে না।
  • টলিপাড়ার অনেকের দাবি কুণাল ঘোষ ও দেবাংশুর সেই পোস্টের ভাষা একেবারেই মার্জিত নয়।
Advertisement