shono
Advertisement
RG Kar Protest

'বিচার চাই, শুধু অভয়ার নয়...', সহ-নাগরিকের পোস্ট শেয়ার করে সুমনের বিশেষ বার্তা

কোন কোন বিষয়ের কথা তুলে ধরলেন 'গানওয়ালা'?
Published By: Suparna MajumderPosted: 10:50 AM Sep 11, 2024Updated: 01:03 PM Sep 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'উই ওয়ান্ট জাস্টিস', অভয়ার মৃত্যুর বিচার চাই। এই দাবিতে চলছে আন্দোলন (RG Kar Protest)। অনড় জুনিয়র চিকিৎসকরা এখনও স্বাস্থ্যভবনের দুয়ারে অবস্থানে। এমন সময় সুশান্ত দাস নামে এক সহ-নাগরিকের পোস্ট শেয়ার করলেন কবীর সুমন ( Kabir Suman)। যাতে শুধু অভয়া নয়, ঝাড়গ্রামের হস্তিনী মৃত্যুর মতো অপরাধেরও বিচার চাওয়া হয়েছে।

Advertisement

বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে 'গানওয়ালা' লেখেন, "সহ-নাগরিক সুশান্ত দাসের লেখা, কপি পেস্ট করলাম। তাঁর অনুমতি না নিয়েই। এতদিনে একজনের কথা শুনলাম (পড়লাম) যা আমার বুকে বেজে চলেছে অথচ যা প্রকাশ করে উঠতে পারছি না। সালাম জানাই শ্রী সুশান্ত দাসকে। আমার অনুমান কেউ কেউ, হয়তো অনেকে এটারও শেষে 'হা হা' হাসির চিহ্ন দিয়ে নিজেদের বংশ পরিচয় দিতে বদ্ধপরিকর হবেন।"

[আরও পড়ুন: ‘যার কাছে মহিলারা নিরাপদ…’, অস্থির সময়ে স্বামী স্বর্ণেন্দুকে নিয়ে গর্বিত শ্রুতি]

যে বার্তাটি সুমন শেয়ার করেছেন তাতে লেখা, "আমি বিচার চাই শুধু অভয়ার নয়। আমি বিচার চাই ২৩ বছরের যুবক রাজস্থানে খুন হয়ে যাওয়া সাবির মালিকের। আমি বিচার চাই নান্দুরে ক্লাস নাইনের ধর্ষিতা ছাত্রীটির। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে যে কটা মায়ের কোল খালি হয়ে গেল তার বিচার চাই। গর্ভে থাকা যে শিশুটি ভূমিষ্ঠ হতে পারল না তার বিচার চাই। ঝাড়গ্রামে খুন হয়ে যাওয়া গর্ভবতী হস্তিনীটির বিচার চাই। আমার প্রতিবাদ এদের সকলের জন্য।"

ধর্ষণ ও খুনের বিচার চেয়ে আন্দোলনে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক বর্ষীয়সী মহিলাকে কদর্য ভাষায় অভিহিত করা, আক্রমণ করা কি কোনওভাবেই সমর্থনযোগ্য? মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই প্রশ্ন তুলেছিলেন সুমন। নিজের দীর্ঘ বার্তার মাঝে শিল্পী লেখেন, "এমনিতে আমি মাননীয়া মমতার ভোটার ও প্রগ্রেসিভ বিপ্লবী মধ্যনাগরিক বাঙালিদের কাছে এক নিবেদিতপ্রাণ 'চটিচাটা'। এ হেন আমিও মনে করছি 'উৎসবে ফিরুন' কথাটা বলা অন্যায় হয়েছে। একই সঙ্গে দেখেছি দেখছি আমায় যাঁরা ঘৃণা করেন সেই বঙ্গবানরা মাননীয়া মমতাকে 'চটিপিসি', 'চটিবুড়ি' ইত্যাদি নামে ডেকে চলেছেন। এঁরা নাকি এক মহিলাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে আন্দোলনে নেমেছেন। এঁরাই আবার প্রায় সত্তর বছর বয়সী এক মহিলাকে এইভাবে অপমান করছেন। যদিও, যা দেখলাম, তাঁকে ও তাঁর দলকে ভোটে হারিয়ে সরকার গঠন করার ক্ষমতা কারুরই নেই। CPIM উঠেই গিয়েছে বলা যায়। তাঁরা আছেন ফেসবুকে। আর মনে হচ্ছে, অভয়া-আন্দোলনের কোথাও কোথাও। কিন্তু ভোট হলে আবার তাঁরা শূণ্যে বিলীন হবেন বলেই অনেকে মনে করেন। বিজেপি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে ক্রনিক আমাশায় ভোগা রুগীর মতো। অভয়ার জন্য বিচার চেয়ে রাস্তায় নামা এবং আর একজন মহিলাকে সমানে কুৎসিত গালাগাল দিয়ে যাওয়া একই সঙ্গে চালানো যায় কি? " বুধবার একটি 'বন্ধুতার গান'ও পোস্ট করেছেন শিল্পী। 

 

 

[আরও পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রী-ঋতাভরী সাক্ষাৎ, টলিউডের যৌন হেনস্তার তদন্তে এবার অরাজনৈতিক কমিটি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুশান্ত দাস নামে এক সহ-নাগরিকের পোস্ট শেয়ার করলেন কবীর সুমন।
  • যাতে শুধু অভয়া নয়, ঝাড়গ্রামের হস্তিনী মৃত্যুর মতো অপরাধেরও বিচার চাওয়া হয়েছে।
Advertisement