shono
Advertisement

Breaking News

Ranbir Alia

করিশ্মা-করিনাদের ছাড়া রুদ্ধদ্বার বড়দিন উদযাপন রণবীর-আলিয়ার, কাপুরদের ক্রিসমাস রীতিতে ছেদ!

চলতিবারে কাপুরদের 'ক্রিসমাস গেটটুগেদার' হল না! কোথায় উদযাপনে মাতলেন 'রণলিয়া'?
Published By: Sandipta BhanjaPosted: 08:06 PM Dec 25, 2025Updated: 08:07 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন মানেই বলিউডের কাপুর পরিবারে বড় সম্মেলন! সারা বছর যত ব্যস্ত শিডিউলই থাক না কেন, প্রতিবার ক্রিসমাসে একছাদের তলায় জড়ো হন সকলে। কাপুরদের মেয়ে-জামাই সইফ-করিনার পাশাপাশি ছেলে-বউমা রণবীর-আলিয়াও আসেন। পারিবারিক পার্টিতে দিনভর হইহই করে বেড়ায় খুদে প্রজন্ম। দু'বছর আগে এই বড়দিনেই কাপুরদের গেট টুগেদারে যাওয়ার আগে ক্যামেরার সামনে প্রথমবার রাহার মুখ দেখিয়েছিলেন রণবীর-আলিয়া। তবে এবার কাপুর পরিবারের অন্য সদস্যদের ছাড়াই রুদ্ধদ্বার বড়দিন উদযাপনে মাতলেন রণবীর-আলিয়া! ননদ রিধিমা সাহানির শেয়ার করা ছবি তো অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।

Advertisement

এযাবৎকাল প্রতিবার নিয়ম করে একসঙ্গে বড়দিনের মধ্যাহ্নভোজ বা নৈশভোজ সারতে দেখা গিয়েছে কাপুরদের। কাজ, শুটিং থেকে বিরতি নিয়ে প্রবীণ-নবীন প্রজন্মের সকলে মিলে একসঙ্গে হইহই করে ক্রিসমাস উদযাপন করতেন। তবে চলতিবারে সেই রীতিতে ছেদ পড়ল। রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুরদের পাশে দেখা গেল না করিশ্মা, করিনা কিংবা গুরুজন রণধীর, রিমাদের কাউকেই। মাস দুয়েক আগেই দিওয়ালিতে নতুন বাংলোর গৃহপ্রবেশ করেছিলেন রণবীর-আলিয়া। তখনই কানাঘুষো বলিপাড়ায় শোনা গিয়েছিল যে, এবারের বড়দিন ২০০ কোটির 'কৃষ্ণারাজ ম্যানশনে'ই উদযাপন করবেন কাপুররা। তবে কোথায় কী? রিধিমার শেয়ার করা ছবিতে শুধু ঋষি কাপুরের পরিবারকেই দেখা গেল। খবর, এবার আলিয়ার বাপের বাড়িতে বড়দিনের ভোজে আমন্ত্রিত ছিলেন তাঁরা। অন্যদিকে করিশ্মা-করিনা বর্তমানে দিল্লিতে পতৌদি হাউসে ক্রিসমাস উদযাপন করছেন।

এদিকে মামা-মামী রণবীর-আলিয়ার সঙ্গে বড়দিন উদযাপন করতে দেখা গেল রিধিমাকন্যা সামারাকেও। নীতু, রিধিমা আর রণবীর রং মিলান্তি কালো পোশাকে সেজেছিলেন। অন্যদিকে একমাত্র আলিয়াকেই দেখা গেল থিমের সঙ্গে মিলিয়ে লাল লং গাউনে। ছবি পোস্ট করে রিধিমা ক্যাপশনে লিখেছেন, "বড়দিন মানে শুধু গাছের নিচে গুচ্ছখানেক উপহার নয়, বরং এই উৎসবের অন্যতম লক্ষ্য, কাছের মানুষদের সঙ্গে একত্রিত হওয়া। প্রতিটা উৎসবের মরশুমকে এভাবে স্পেশাল করে তোলার জন্য সত্যিই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ। ক্রিসমাস ডিনারে এহেন উষ্ণ অভ্যর্থনার জন্য অসংখ্য ধন্যবাদ সোনি রাজদান আন্টি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাপুর পরিবারের অন্য সদস্যদের ছাড়াই রুদ্ধদ্বার বড়দিন উদযাপনে মাতলেন রণবীর-আলিয়া!
  • ননদ রিধিমা সাহানির শেয়ার করা ছবি তো অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।
Advertisement