সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর থেকে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার। নটী বিনোদিনী যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নপূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার এই উদ্যোগে চোখে জল পর্দার 'বিনোদিনী' রুক্মিণী মৈত্রর। সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্য়বাদ জানিয়ে রুক্মিণী লিখলেন, ''ধন্যবাদ দিদি। ১৪০ বছর ধরে একজন নারী যে লড়াই করেছে, তাঁকে যোগ্য সম্মান দেওয়ার জন্য। কীভাবে আপনাকে ধন্যবাদ জানাবো, তা বুঝতেই পারছি না। একজন নারী হয়ে, আরেকজন নারীকে সম্মান ফিরিয়ে দিলেন আপনি। বিনোদিনীর পুরো টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।''
শুধুই সোশাল মিডিয়ায় লিখেই ক্ষান্ত দেননি রুক্মিণী। তিনি জানিয়েছেন, ''খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম। আজকে মনে হচ্ছে, ১৪০ বছরের লড়াই সার্থক হল। এটা শুধু বিনোদিনীর নয়, বাংলার অগণিত নারীর জয়।''
মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কালীপুজোর দিন যেন ধামাকা করলেন টলিউডের প্রতিভাবান এই অভিনেত্রী। সেদিনই মুক্তি পেয়েছিল তাঁর আগামী ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার। আর টিজারেই ইঙ্গিত, একেবারে নিজেকে ভেঙেচুরে নতুন অবতারে পর্দায় ধরা দেবেন রুক্মিণী। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
রামকমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। চমক রয়েছে আরও। বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। এখানেই শেষ নয়। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি। সব মিলিয়ে দারুণ এক স্টারকাস্ট উপহার দিতে চলেছেন রামকমল।