অরিজিৎ সিং প্লেব্যাক দুনিয়াকে 'আলবিদা' জানানোর পর গত দিন দুয়েক ধরে তোলপাড় সোশাল মিডিয়া। সিনেদুনিয়ার প্লেব্যাক সম্রাটের আকস্মিক অবসর ঘোষণায় তাঁর আসমুদ্রহিমাচলের অনুরাগীদের মনখারাপ। অগণিত ভক্তের মতো অরিজিতের সিদ্ধান্তে মনখারাপ রূপরেখা বন্দ্যোপাধ্যায়েরও।
গানের রিয়ালিটি শো 'ফেম গুরুকুল'-এ একে-অপরের প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই শোয়েই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়। এমনকী বছরখানেক বাদে অরিজিৎ-রূপরেখার সম্পর্কের গুঞ্জনও রটে যায়। আজও কিছু মানুষের বিশ্বাস, তাঁরা নাকি ২০১৩ সালে গোপনে বিয়ে করেছিলেন এবং মাত্র একবছরেই তাঁদের দাম্পত্যে ভাঙন ধরে! প্লেব্যাক থেকে অরিজিতের স্বেচ্ছাবসরের পর আবারও যখন সেসব অতীত গুঞ্জন চর্চায়, তখন এমন আবহেই গায়কের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়।
অরিজিৎ, রূপরেখা-সহ 'ফেম গুরুকুল'-এর দিনগুলি, ছবি- ফেসবুক
রূপরেখার মন্তব্য, "কী বলব ভেবে পারছি না! প্লেব্যাকের ভুরি ভুরি ব্যাস্ততা থেকে আপাতত বিরাম। একটু জিরিয়ে নে। আবার তো উঠে-পড়ে লাগতে হবে নতুন ইন্ডিপেনডেন্ট মিউজিক তৈরিতে। আমরা কতক্ষণ আর তোর নতুন গান না শুনে থাকতে পারব বল? আমিও তো তোর অগণিত ভক্তর মধ্যে একজন ভক্ত। ভালো থাকিস ভাই।" পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে তিনি এও জানিয়েছেন, যে "অরিজিৎ যথেষ্ট বুদ্ধিমান, ক্যালকুলেটিভ। কোনওদিন ঝোঁকের বশে কোনও সিদ্ধান্ত নেয়নি। আগামী দিনে ও হয়তো স্বাধীনভাবে গাইবে।"
'ফেম গুরুকুল'-এর স্মৃতিচারণা করে রূপরেখা জানালেন, তাঁরা যখন প্রতিযোগিতার জন্য গান তুলতেন, তখন অরিজিৎ খুঁটিয়ে খুঁটিয়ে শুধু বাদ্যযন্ত্রের ব্যবহারেই মনোযোগ দিতেন। শুধু তাই নয়, বন্ধুসম বাকি প্রতিযোগীদের কাছেও নাকি একদিন নিজের গানের সুর নিজেই করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। অরিজিৎ কি এবার সেই অমৃতকুম্ভের সন্ধানেই পাড়ি দিলেন? এমন সম্ভবনা আঁকড়েই মনখারাপ করতে নারাজ শিল্পীর বন্ধু তথা 'ফেম গুরুকুল'-এর প্রতিদ্বন্দ্বী রূপরেখা বন্দ্যোপাধ্যায়।
