বাবুল হক, মালদহ: বেশ কিছুদিন ধরেই এক স্কুলছাত্রীকে রাস্তায় উত্যক্ত করছিল এক যুবক! কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করলে ঘটল গা শিউড়ে ওঠা ঘটনা। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দশম শ্রেণির ছাত্রী ওই নাবালিকার গলায় ছুরি চালিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক! সোমবার রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই ছাত্রী। ঘটনায় অভিযুক্ত সুরজ মণ্ডল পলাতক। অভিযুক্ত পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গিয়েছে। তার খোঁজ শুরু করেছে মালদহ ও ইংলিশবাজার থানার পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওল্ড মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়।
রায়পুরের কিছুটা এলাকা ইংলিশবাজার থানার অন্তর্গত। বাকি অংশ মালদহ থানার অধীনে। ঘটনায় আক্রান্ত ছাত্রীর পরিবারের তরফে মঙ্গলবার মালদহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ছাত্রী ইংলিশবাজার ব্লকের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। ওই স্কুলের কাছেই বাড়ি অভিযুক্ত সুরজ মণ্ডলের। আক্রান্ত নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ, কিশোরী টিউশন পড়ে ইংলিশবাজার থানার রায়পুর এলাকা থেকে ফিরছিল। সেইসময় অভিযুক্ত যুবক সুরজ মণ্ডল ওই ছাত্রীর পথ আটকায়। দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর নাবালিকাকে অপহরণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। সেইসময় বাধা দিয়ে আক্রান্ত হয় নাবালিকা। তার গলায় ছুরির কোপ বসিয়ে খুনের চেষ্টা করে সুরজ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মালদহ থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
