অর্ণব দাস, বারাকপুর: বেলঘরিয়ার উড়ালপুলে সংস্কার প্রয়োজন। উড়ালপুলের মোট ১২টি গার্ডারের ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার সেতুর স্বাস্থ্য পরীক্ষায় এই 'রোগ' ধরা পড়েছে। দ্রুত সংস্কার শুরুর জন্য ২৬ ডিসেম্বর কামারহাটি পুরসভায় বৈঠক করা হবে। তারপরই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। কাজ শুরু হলে তিনমাস লাগতে পারে বলেই অনুমান।
উত্তর শহরতলীর ক্ষেত্রে বেলঘরিয়া উড়ালপুলের গুরুত্ব আলাদা করে বলার দরকার নেই! একদিকে বিটি রোড, অন্যদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও একটু এগিয়ে যশোররোড। নিত্যদিন এই উড়ালপুলে বহু যানবাহন চলাচল করে। সম্প্রতি, এই উড়ালপুলের কিছু সমস্যা নজরে আসে রেল কর্তৃপক্ষের। তাঁরাই বিষয়টি জানান রাজ্য পূর্তদপ্তর ও কামারহাটি পুরসভাকে। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, পুলিশ, পুরসভার কর্তারা সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখেন। তাতেই জানা যায়, উড়ালপুলের একদিকের পাঁচটি ও অন্যদিকের অংশের সাতটি গার্ডারের সংস্কার প্রয়োজন। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কাও রয়েছে।
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, "উড়ালপুল বন্ধ থাকলে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হবে ঠিকই, কিন্তু দুর্ঘটনা রুখতে সংস্কার জরুরি। সেটাই অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। আগামী ২৬ ডিসেম্বর পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে কবে সংস্কারের কাজ শুরু হবে। বিকল্প রাস্তা কী হবে, তারও সিদ্ধান্ত নেওয়া হবে।" এই কাজে প্রায় তিনমাস লাগতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
