সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকির মুখে বিগত দু'বছর ধরে আতঙ্কে কাটিয়েছে ভাইজানের পরিবার। তবে কাজ না থামিয়ে নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার। গতবছর মুম্বই ছেড়ে আম্বানিদের গুজরাতের 'ভান্তরা'য় সপরিবারে জন্মদিন পালন করেছিলেন সলমন খান (Salman Khan Birthday)। তবে এবার আর মায়ানগরী ছেড়ে বাইরে যাননি। শোনা গিয়েছিল, কড়া নিরাপত্তায় মুড়ে রুদ্ধদ্বার সেলিব্রেশনে ষাটে পা রাখবেন ভাইজান। কিন্তু কোথায় কী? শুক্রবার মধ্যরাতে পানভেল ফার্মহাউসের সিংহদুয়ারে প্রাণনাশের আশঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালনে মেতে উঠলেন সুপারস্টার। আর সেই 'জুম্মে কি রাতের' সাক্ষী থাকলেন সলমনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।
পরনে কালো টি শার্ট। ডেনিম জিন্স। জন্মদিনেও সাদামাটা সাজপোশাকে সলমন। আসলে মেজাজটাই তো 'সুলতান'। খুনের হুমকি পাওয়ার পর গত দু' বছরে এই প্রথমবার এমন খোলামেলাভাবে ক্যামেরার সামনে ধরা দিলেন সলমন। ভাইজানের বার্থডে উপলক্ষে পেল্লাই সাইজের রেড ভেলভেট কেক এনেছিলেন ছবিশিকারীরা। সেই আবদার ফিরিয়ে দেননি। বরং তাঁদের ক্যামেরাকে সাক্ষী রেখেই 'দাবাং' স্টাইলে কেক কাটতে দেখা গেল সলমনকে। কেকের পেটে ছুরি গেঁথে পাপারাজ্জিদের সঙ্গে রসিকতাতেও মাততে দেখা গেল বলিউড সুপারস্টারকে। সেসবের মাঝেই জনৈক বৃদ্ধার মাথায় স্নেহের চুম্বনও এঁকে দিতে দেখা গেল তাঁকে। আর 'জুম্মে কি রাতের' সেসব লেনবন্দি দৃশ্যই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে। হবে না-ই বা কেন? সলমনের জন্মদিন বলে কথা! নয় নয় করে ষাট বসন্ত পেরিয়ে এবার 'সিনিয়র সিটিজেনে'র কোঠায় ঢুকলেন সলমন খান। কাকতালীয়ভাবে চলতি বছরেই এই কোঠায় নাম লিখিয়েছেন বলিউডের খান সাম্রাজ্যের আরও দুই সুপারস্টার আমির ও শাহরুখ। তালিকায় সলমন কনিষ্ঠতম।
শুক্রবার সূর্যাস্তের পর থেকেই পানভেলে এক এক করে তারকাদের গাড়ি ঢোকা শুরু করে। উপলক্ষ্য মাঝরাতে ভাইজানের জম্পেশ জন্মদিন উদযাপন। সেই তালিকায় যেমন সপরিবারে মহেন্দ্র সিং ধোনি রয়েছেন, তেমনই আদিত্য রায় কাপুর, রকুলপ্রীত সিং, হুমা কুরেশি, মনীশ পাল-সহ আরও অনেকে। পরিবারের তরফে দেখা যায়, সুরা-আরবাজ, আরহান ও নির্বাণ খান, জামাই আয়ুষ শর্মার সঙ্গে বোন অর্পিতা খানও এসেছিলেন দুই সন্তানকে নিয়ে। এদিকে সলমন খানের ৬০তম জন্মদিনে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে। বাংলোর সিংহদুয়ারের বাইরে থিক থিক করছে পুলিশ। কিন্তু ভাইজান সপরিবারে পানভেলের ফার্মহাউসে থাকলেও বান্দ্রার বাংলো কেন নিরাপত্তায় মুড়ল? আসলে ফি বছর সলমনের জন্মদিনে গ্যালাক্সির বাইরে জনসুনামি দেখা যায়। বারান্দা থেকে ভাইজানকে একঝলক দেখার জন্য মাঝরাত থেকে ঠাঁয় দাঁড়িয়ে থাকেন ভক্তরা। উপরন্তু এবার ৬০-এ পড়়লেন সলমন। যদিও গতবছর খুনের হুমকিতে সেই রীতিতে ছেদ পড়েছিল, তবে এবার গ্যালাক্সির বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে চুমু ছুড়বেন কিনা 'সুলতান', নজর থাকবে সেদিকে।
