সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের চিরকুমার। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। যেমন অ্যাকশনে কেতাদুরস্থ, তেমনই রোম্যান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি সলমন খানের (Salman Khan)। অতঃপর ৫৯-এও আইবুড়োই রয়ে গিয়েছেন সলমন খান। বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর কপালে কম বিয়ের প্রস্তাব জোটেনি, কিন্তু তবুও বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে দেননি ভাইজান। তবে শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-তে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলকে চমকে দিলেন সলমন।

প্রেমদিবসে ভাইজানের শুভেচ্ছা পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, কে তাঁর 'ভ্যালেন্টাইন'? ছবিতেই পুরো বিষয়টা খোলসা করে দিয়েছেন অভিনেতা। যেখানে দেখা গেল সপরিবারে একফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা। সলমনের দুই বোন অর্পিতা, আলভিরার স্বামীরাও উপস্থিত সেই ফ্রেমে। তাই ক্যাপশনও কেতাদুরস্ত দিয়েছেন ভাইজান। লেখা- "অগ্নিহোত্রী, শর্মা এবং সব খানদের তরফে আপনাদের সকলকে শুভেচ্ছা।" সেই সঙ্গেই 'ফ্যামিলিন্টাইনস' শব্দটি জুড়ে দিয়েছেন বলিউড সুপারস্টার। বিয়ে না করেও সলমন যে বরাবর 'ফ্যামিলি ম্যান' সেকথা সকলেই জানেন। দেশের অন্যতম সেরা সুপারস্টার হওয়া সত্ত্বেও মা-বাবার সঙ্গে একবাড়িতে একঘরে থাকেন। ভাই-ভাইপো থেকে বোন-ভগ্নিপতি সকলের উন্নতিসাধনের নেপথ্যের কারিগর যে সলমন নিজে, সেটা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না। প্রেমদিবসেও তাই তিনি এগিয়ে রাখলেন পরিবারকেই। তিনপ্রজন্ম একফ্রেমে ধরা দিয়েছেন। তবে উল্লেখ্য, এই ফ্রেমে কিন্তু সলমনের প্রেমিকা ইউলিয়া ভান্তুরকে দেখা গেল না।
ভ্যালেন্টাইনস ডে-তে পরিবারের সঙ্গে সলমনের ছবি দেখে নেটপাড়ার সিংহভাগ অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিলেও একাংশ আবার 'আপনার ব্যাচেলর তকমা ঘুচবে না' বলে কটাক্ষ করেছেন। যদিও ভাইজান বরাবরই বেপরোয়া, গুজব কিংবা নিন্দে, সমালোচনার ধার ধারেননি কোনও দিনই। কেন সলমন বিয়ে করেন না? এই প্রশ্নের উত্তরে একবার তাঁর বাবা সেলিম খান জানিয়েছিলেন, "আসলে সলমন খুবই সহজ-সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সলমন মনে করে, কোনও মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। সলমন সব মেয়ের মধ্যেই মায়ের গুণগুলো খুঁজতে শুরু করে।"