shono
Advertisement
Niladri Lahiri passed away

পিতৃহারা সম্পূর্ণা, প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। কী জানালেন?
Published By: Sandipta BhanjaPosted: 09:31 PM Jul 28, 2025Updated: 09:58 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী। বাংলা টেলিদুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। নাট্যজগতেও তাঁর অবাধ বিচরণ ছিল। সোমবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা। নীলাদ্রি লাহিড়ীর মেয়ে সম্পূর্ণা লাহিড়ীও বাংলা বিনোদুনিয়ায় বেশ জনপ্রিয়। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতার।

Advertisement

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সম্পূর্ণা। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন নীলাদ্রি লাহিড়ী। হার্টের সমস্যায় ভুগছিলেন। কিছু দিন আগে প্রবীণ অভিনেতার বাইপাস সার্জারি হয়েছিল বলেও জানা যায়। কিন্তু শেষরক্ষা আর হল না। সোমবার মাত্র ৬৬ বছর বয়সে পরলোকের উদ্দেশে রওনা হলেন অভিনেতা। সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী জানিয়েছেন, "বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। সম্প্রতি বাইপাস সার্জারি হয়। সোমবার চেকআপ করানোর কথাও ছিল। কিন্তু সেই সময়ও দিল না বাবা...।"

প্রসঙ্গত, 'শুভদৃষ্টি', 'মিঠাই', 'মহাপীঠ তারাপীঠ', 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে অভিনয় করেছেন নীলাদ্রি। সেখান থেকেই দর্শকদের অন্দরমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন। টেলিপর্দার আগে অবশ্য নাট্যমঞ্চে অভিনয়ের জেরেই সুখ্যাতি পান তিনি। একাধিক বাংলা সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন নীলাদ্রি লাহিড়ী। শোকে মুহ্যমান সম্পূর্ণা বলছেন, "আমার সবকিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াত অভিনেতা নীলাদ্রি লাহিড়ী লাহিড়ী। বাংলা টেলিদুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি।
  • নীলাদ্রি লাহিড়ীর মেয়ে সম্পূর্ণা লাহিড়ীও বাংলা বিনোদুনিয়ায় বেশ জনপ্রিয়।
  • জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার।
Advertisement