shono
Advertisement
Sara Sengupta

বাবার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন আগেই, মা-বোনকে নিয়েই জন্মদিনে মাতলেন সারা

মধ্যরাতে কেক কেটে হইহই করে হল সারার জন্মদিন পালন।
Published By: Arani BhattacharyaPosted: 01:09 PM Nov 12, 2025Updated: 01:09 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কুড়ি বছরে পা রাখলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার কন্যা সারা সেনগুপ্ত। মা নীলাঞ্জনা শর্মা ও বোন জারাকে নিয়েই জন্মদিন উদযাপনে মাতলেন সারা।  সঙ্গে ছিলেন কাছের বন্ধুরাও। বড় মেয়ের জন্মদিন উদযাপনের নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নীলাঞ্জনা। মধ্যরাতে কেক কেটে হইহই করে হল সারার জন্মদিন পালন। তাঁর বিশেষ দিনকে আরও বিশেষ করে তুললেন নীলাঞ্জনা। কালো ওভার সাইজ সোয়েট শার্ট ও পাজামাতে ছিমছাম সাজে সেজেছিলেন সারা। বেলুন দিয়ে সাজানো হয়েছিল সারার বার্থডে ভেন্যু।

Advertisement

গত বছর গ্র্যাজুয়েশন শেষ করেছেন সারা। মন দিয়েছেন মডেলিংয়ে। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন চুটিয়ে। স্টার কিড হিসেবে নয় বরং নিজের পরিশ্রমেই নিজের পরিচিতি তৈরি করতে তৎপর তিনি। যদিও ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা' ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় হাতেখড়ি হয়েছিল তাঁর। বাড়ি ছেড়ে পেশার টানে ইদানীং তাঁকে প্রায়শই চেনা গণ্ডির বাইরে থাকতে হয়। তবে এবার পেশার টানে পাকাপাকি ভাবে মুম্বইতে পাড়ি দিয়েছেন সারা।

অন্যদিকে শত ব্যস্ততার মাঝেও মেয়েদের এতটুকু সময় দিতে ভোলেন না নীলাঞ্জনা। তাঁদের জন্য নানা আয়োজন বা স্পেশাল কোনও দিনে সেলিব্রেশন, সবকিছু একাই সামলান নীলাঞ্জনা। দুই মেয়েকে বড় করে তুলছেন তিনি একা হাতে। সঙ্গে সমানতালে চালাচ্ছেন নিজের প্রযোজনা সংস্থাও। কিছুদিন আগে ছোট মেয়ে জারার জন্মদিনও পালন করেছেন নীলাঞ্জনা। সেখানেও দেখা মেলেনি যিশুর। ইদানিং দুই মেয়ের সঙ্গে কোনওভাবেই তাঁকে আর দেখা যায় না। সোশাল মিডিয়ায় নীলাঞ্জনা ও সারাকে আনফলো করেছেন যিশু বহুদিন আগেই। তারপরই বাবার সঙ্গে বিভিন্ন ছবি সরিয়ে দিয়েছেন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে সারাও। অন্যদিকে নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী সরিয়েছেন নীলাঞ্জনাও। শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থা। দুই মেয়েকে নিয়েই এখন তাঁর গোটা জগৎটা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঙ্গলবার কুড়ি বছরে পা রাখলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার কন্যা সারা সেনগুপ্ত।
  • মা নীলাঞ্জনা শর্মা ও বোন জারাকে নিয়েই জন্মদিন উদযাপনে মাতলেন সারা। সঙ্গে ছিলেন কাছের বন্ধুরাও।
  • বড় মেয়ের জন্মদিন উদযাপনের নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নীলাঞ্জনা।
Advertisement