সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বব বিশ্বাস' এবার 'বেলাল মালিক'। 'বেনারসে বিভীষিকা'র পয়লা ঝলকেই চমকে দিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার 'একেনবাবু' টিমের নতুন সদস্যকে দেখা গেল বহুরুপী বেশে। কখনও তিনি বৌদ্ধ সন্ন্যাসী। আবার কখনও বা বেনারসের ঘাটের ভিড়ে মিশে যাওয়া এক ছাপোষা মানুষ। আবার কখনও বা ক্ষুরধার পুলিশ। আবার কখনও গোয়ানিজ স্টাইলে ধরা দিয়ে চমকে দিলেন শাশ্বত। কিন্তু এই একই চরিত্রের এত রং বিন্যাস কেন? জব্বর খবরটা সেখানেই।
নির্মাতারা খুব বেশি ভাঙতে না চাইলেও কানাঘুষো খবর, এবার 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে সম্মুখ সমরে শাশ্বত। নির্মাতারা বলছেন, 'তার ছায়াও তাকে চিনতে পারে না, ছদ্মবেশের ফাঁদে'। সূত্রের খবর, ছবিতে ধূসর চরিত্রে দেখা যাবে তাঁকে। আর সেইজন্যই বেনারসের প্রেক্ষাপটে যাবতীয় রং ঢেলে বহুরূপী 'বেলাল মালিক'-এর চরিত্রটিকে সাজিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। আর সব লুকেই শাশ্বতর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন তিনি। এপ্রসঙ্গে উল্লেখ্য, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো দুঁদে অভিনেতা যিনি বর্তমানে টলিউডের পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন, তাঁকে ক্ষুরধার খলনায়কের ভূমিকায় 'একেনবাবু' অনির্বাণের সঙ্গে মগজাস্ত্র যুদ্ধে দেখা যায়, তাহলে সেটা দর্শকদের জন্য বড়প্রাপ্তি হতে চলেছে।
'বেনারসে বিভীষিকা'য় মোট নয়টি লুকে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এপ্রসঙ্গে 'একেনবাবু' পরিবারের নতুন সদস্য শাশ্বত চট্টোপাধ্যায় কী বলছেন? অভিনেতার কথায়, তিনি একেনবাবুর অন্যতম ফ্যান। অতঃপর এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে তাঁর দারুণ লাগছে। তবে গল্পে নিজের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়,ঋষভ বসু-সহ আরও অনেকে। হইচই স্টুডিওজ প্রযোজিত এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি বড়পর্দায় আসছে আগামী ১৬ মে। তার প্রাক্কালেই বহুরূপী বেশে চমক দিলেন শাশ্বত।
