সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জনপাড়ার মুখে কুলুপ এঁটে, তাহলে কি সৌরসেনী ও নিখিল বলেই দিলেন তাঁরা প্রেমে রয়েছেন? এতদিন ,তাঁদের নানা অন্তরঙ্গ পোস্ট দেখে যে গুঞ্জন ছড়িয়ে পড়ত টলিপাড়ায়, তাহলে কি সেই গুঞ্জনেই ইতি টানলেন বর্ষবরণের রাত? এক ছবিতে যেন সব প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন নিখিল ও সৌরসেনী। নিখিলকে জড়িয়ে ২০২৪-এর শেষদিনে নিশিযাপনেই যেন প্রকাশ্যে এল প্রেমিক জুটির প্রেম!
টলিউডের মিষ্টি অভিনেত্রী সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra) নাকি নিখিল জৈনের সঙ্গে প্রেম করছেন। এই গুঞ্জন বহুদিন ধরেই টলিউডে উড়ছে। দুজনে মিলে কখনও বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে কাশ্মীর, তো কখনও জয়পুর। এমনকী, গত বছর নভেম্বর মাসে ইডেনে বিশ্বকাপের ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্য়াচে একসঙ্গে দেখা গিয়েছিল নিখিল ও সৌরসেনীকে। এছাড়াও, নানা পার্টিতে একসঙ্গে হাজির থাকেন জুটি। তবে এই প্রেম নিয়ে কথা উঠলেই মুখে কুলুপ। বরং ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ বলতেই পছন্দ করেন নিখিল ও সৌরসেনী। সেই বিশেষ বন্ধুত্বের গুঞ্জনের আগুনেই এবার নতুন করে পড়ল পারদ।
কয়েকদিন আগেই সৌরসেনী তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছে, নিখিল ও সৌরসেনী একসঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে দেখা গিয়েছে, দুজনের হাতে দুটি ওয়াইনের গ্লাস, সামনে চলছে সিনেমা। এই ছবি দেখেই অনুরাগীরা বলে উঠেছিল, ডিসেম্বরের শহুরে শীতে প্রেম জমে ক্ষীর সৌরসেনী ও নিখিলের। আর এবার নতুন বছরের শুরুতেই প্রেমে ডঙ্কা বাজালেন সৌরসেনী ও নিখিল।