shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

'জাবরা ফ্যান'! শাহরুখের সাক্ষাৎ পেতে ৯৫ দিন মন্নতের বাইরে হত্যে দিয়ে ভক্ত

'গুরু' শাহরুখের দর্শন চাই, ব্যবসা লাটে উঠলেও জেদ ঝাড়খণ্ড থেকে আসা ভক্তের।
Published By: Sandipta BhanjaPosted: 05:18 PM Nov 02, 2024Updated: 05:18 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মাঝরাত থেকেই 'পীঠস্থান' মন্নতের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখ খান অনুরাগীরা (SRK Birthday)। কারও হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ফুল, কেক… যেন একঝলক 'ঈশ্বরদর্শন' করার মতো। ২ নভেম্বর, শনিবার ৫৯-এ পা রাখলেন বলিউডের বাদশা। সেই প্রেক্ষিতেই মন্নতের বাইরে উন্মত্ত জনসমুদ্রের ঢেউ। সেই ভিড়ের মাঝেই নজর কাড়লেন এক ছাপোষা ব্যক্তি। যিনি ৯৫ দিন ধরে মন্নতের সিংহদুয়ারের বাইরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন শাহরুখ খানকে (Shah Rukh Khan) এক ঝলক কাছ থেকে দেখার জন্য।

Advertisement

ঝাড়খণ্ড থেকে আগত ওই ভক্তের (SRK Fan) জেদ, কিং খানের দেখা না মেলা পর্যন্ত সেখান থেকে তিনি যাবেন না। শুধু কি তাই? প্রিয় সুপারস্টারকে দেখার জন্য রীতিমতো গ্রামে পরিবার-পরিজন ছেড়ে, ব্যবসা বন্ধ করে একটানা ৯৫ দিন ধরে মুম্বইয়ের বান্দ্রার দিনরাত কাটাচ্ছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি জানিয়েছেন, গ্রামে আমার একটা কম্পিউটরের দোকান রয়েছে। ব্যবসা বন্ধ করেই শাহরুখ স্যরের সঙ্গে দেখা করতে এসেছি। আর হ্যাঁ, যতদিন না দেখা পাচ্ছি, ততদিন ঝাড়খণ্ডে ফিরে যাব না। ব্যবসা বন্ধ রাখার কারণে লোকসান তো হচ্ছেই, কিন্তু কী করব, দেখা তো করতেই হবে। স্ত্রী, মা সকলকে ছেড়ে মন্নতের বাইরে পড়ে রয়েছি। ওরা কিন্তু আমার এই পাগলামিতে উৎসাহ দিয়েছে। তাই যদি দেখা না পেয়ে চলে যেতে হয়, তাহলে মানসম্মান আর থাকবে না।

শাহরুখের ওই 'জবরা ফ্যান' জানিয়েছেন, তিনি নিজের গাড়ি নিয়েই ঝাড়খণ্ড থেকে মুম্বইতে এসেছেন। তাই কোনওদিন গাড়িতে আবার কোনওদিন হোটেলেই রাত কাটাতে হচ্ছে। তবে তাঁর ব্যবসা লাটে উঠলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই। কিং খানের সাক্ষাৎ পেতে মরিয়া তিনি। তাঁর বিশ্বাস, কোনও না কোনও দিন তাঁর সঙ্গে অবশ্যই শাহরুখ খানের দেখা হবে। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য কী-ই না করেন অনুরাগীরা। কখনও তাঁর স্পর্শ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আবার কখনও বা তারকাদের সঙ্গে একফ্রেমে নিজস্বী নিতে মরিয়া ভক্তরা উন্মত্ত হয়ে ওঠেন। কেউ কেউ তো আবার মাইলের পর মাইল হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রিয় তারকার বাড়ির সামনে হত্যে দেন! এবার ঝাড়খণ্ডের এক ব্যক্তি ৯৫ দিন পরিবার, ব্যবসা সব ছেড়ে মন্নতের বাইরে অপেক্ষায় শুধু তাঁর 'ঈশ্বর দর্শনে'র জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক ভক্ত ৯৫ দিন ধরে মন্নতের সিংহদুয়ারের বাইরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন শাহরুখ খানকে দেখার জন্য।
  • শাহরুখের ওই 'জবরা ফ্যান' জানিয়েছেন, তিনি নিজের গাড়ি নিয়েই ঝাড়খণ্ড থেকে মুম্বইতে এসেছেন।
  • ঝাড়খণ্ড থেকে আগত ওই ভক্তের জেদ, কিং খানের দেখা না মেলা পর্যন্ত সেখান থেকে তিনি যাবেন না।
Advertisement