ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা অধিবেশন চলাকালীন 'ধর্ম'যুদ্ধে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর। তা নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে শাসকদল। সূত্রের খবর, হুমায়ুন কবীরের মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। বৃহস্পতিবার বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে বিধানসভায়। এদিকে, অধিবেশনের শেষ দু'দিন দলের সব বিধায়ককে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করবে তৃণমূল। ওই দু'দিন একাধিক জরুরি বিল আনা হবে। সেই কারণেই বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে।সূত্রের খবর, এর জন্য তিন লাইনের হুইপ জারি করা হচ্ছে তৃণমূলের তরফে। একমাত্র কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর জন্য ছাড়। নইলে যে কোনও পরিস্থিতিতে সব বিধায়ককে আসতেই হবে।
বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ এ সপ্তাহের মতো শেষ হয়ে গেল আজই। এরপর তিনদিন দোল-হোলির ছুটি। ফের ১৭ তারিখ বসবে অধিবেশন। আগামী ২০ মার্চ পর্যন্ত তা চলবে। তার মাঝে চারদিন একাধিক গুরুত্বপূর্ণ বিল আনা হতে চলেছে। রয়েছে বিভিন্ন দপ্তরের বাজেটও। জানা যাচ্ছে -
১৭ মার্চ - পুর দপ্তরের বাজেট
১৮ মার্চ - স্কুলশিক্ষা দপ্তরের বাজেট
১৯ মার্চ - স্বাস্থ্য বাজেট
২০ মার্চ - স্কুলশিক্ষা এবং অর্থ দপ্তর সংক্রান্ত জরুরি বিল পেশের সম্ভাবনা
১৯ এবং ২০ - শেষ দু'দিনের জন্য তৃণমূল অফিসিয়ালি কড়া হুইপ জারি করতে পারে বলে খবর।
ধর্ম নিয়ে তৃণমূল-বিজেপি বিধায়কদের এই নজিরবিহীন বাগযুদ্ধের শুরু মঙ্গলবার। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনই শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে সাম্প্রদায়িক মন্তব্য করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ''ওদের দলের (তৃণমূল) যে মুসলিম বিধায়করা ভোটে জিতে আসবে, আমরা ক্ষমতায় এলে তাঁদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব।'' এর পরিপ্রেক্ষিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক পালটা দিয়ে বলেছিলেন, ''আমাকে মারতে এলে কি রসগোল্লা খাওয়াব? ঠুসে দেব।'' এনিয়েই শুরু হয় তরজা। শুভেন্দুর মন্তব্যের তীব্র নিন্দায় সরব হয়ে তৃণমূল বিধায়করা বৃহস্পতিবার নিন্দা প্রস্তাব আনেন। এর পাশাপাশি অবশ্য শাসকদল নিজেদের বিধায়কের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে চলেছে। সূত্রের খবর, হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূলের পরিষদীয় দল। অন্যদিকে, শাসক-বিরোধীদের এই ধর্ম সংক্রান্ত বাগযুদ্ধের তীব্র নিন্দা করেছে বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর তরফে এনিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে।
