shono
Advertisement
Shah Rukh Khan

বিনা অনুমতিতে শাহরুখের ছবি তোলার চেষ্টা! ভক্তদের জোর ধমক কিং খানের

ঠিক কী ঘটেছিল?
Published By: Akash MisraPosted: 03:28 PM Jan 13, 2025Updated: 03:28 PM Jan 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে শাহরুখের মাথা বেশ ঠান্ডা। আর ভক্তদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, আলাপচারিতার সময় তো শাহরুখ একেবারেই দিলদার খান। কিন্তু তা বলে কি আর বলিউডের কিং খানের সঙ্গে যাচ্ছেতাই করা যায়! নাহ, একেবারেই নয়। আর সেটাই শাহরুখ যেন প্রমাণ করে দিলেন।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম, কিং খানের সম্পর্কের বলতে গিয়ে জানান, ''তারকাদের নিয়ে সব সময়ই ভক্তদের মধ্যে উন্মাদনা থাকে। অনেক সময়ই সেই উন্মাদনা অতিরিক্ত হয়ে যায়। আমার মতে তারকারাও রক্ত মাংসের মানুষ। তাঁদেরও একটা কমফোর্ট জোন রয়েছে।''

এই সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ''একবার বিমানবন্দরে শাহরুখের সঙ্গে সেলফি তোলার জন্য এক ভক্ত, একেবারে শাহরুখের গায়ে ঝাঁপিয়ে পড়েন। শাহরুখ খুবই বিরক্ত হয়েছিল। জোর ধমক দিয়েছিল। সাধারণত এই রূপে শাহরুখকে আগে কখনও দেখা যায়নি। অনুরাগীদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীত ভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না। এইটুকু ভদ্রতা তো তারকারাও আশা করেন।''

প্রসঙ্গত, ২ নভেম্বর ৫৯-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ট্রেন্ড ভেঙে এবার মাঝরাতেই মন্নতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেন তিনি। মন্নত জুড়ে তখন কড়া নিরাপত্তা। তবে শনিবার সারাটা দিন আর একবারও শাহরুখকে দেখতে পাননি তাঁর ফ্যানেরা। এমনকী, মুম্বই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেনি একজনও। জন্মদিনে শাহরুখকে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানালেন বাদশা খান। মন্নতের নিরাপত্তায় থাকা সমস্ত মুম্বই পুলিশকর্মীকে খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ নোট! এরকম একটা মানুষও রেগে যান!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।
  • এইটুকু ভদ্রতা তো তারকারাও আশা করেন।''
Advertisement