আসন্ন পুজোতেই পর্দায় ফিরবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev-Subhashree)। 'দেশু' জুটির প্রত্যাবর্তনের খবরে নস্ট্যালজিয়ায় ভেসেছেন অনুরাগীরা। ভক্তদের মধ্যে প্রিয় 'প্রাক্তন জুটিকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস ধরা পড়ছে সোশাল মিডিয়াতে চোখ রাখলেই। আর তা হবে না কেন? 'শু' ছাড়া আবার 'দে', হয় নাকি? দু'য়ে মিলেই তো 'দেশু' জুটি। আর সেই জুটির আগামী ছবি নিয়েই রবিবাসরীয় সকালে বড় খবর দিলেন শুভশ্রী। জানালেন পরবর্তী চমকের বিষয়েও।
এদিন সকালেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী। তিনি বলেন, "এবছর পুজোয় আমার আর দেবের আগামী ছবি দেশু ৭ আসছে। শু ছাড়া দে কী করে সম্ভব? মানে দেশু ছাড়া কী কখনও কোনও সেলিব্রেশন হয়? তাই প্রথমবার আমরা একসঙ্গে লাইভে আসছি।" তাঁর এই ভিডিওতে মুহূর্তের মধ্যে উপচে পড়েছে অনুরাগীদের নানা মন্তব্য। 'দেশু' প্রথমবার লাইভে আসছে আর তাতে কোনও চমক থাকবে না তা কী করে সম্ভব? দর্শক-অনুরাগীদের এই নিয়েও আশ্বস্ত করেন শুভশ্রী। বিনোদুনিয়ার সবথেকে বড় চমক নিয়ে সোমবার দেব ও শুভশ্রী তাঁদের প্রথম লাইভে বড় চমক দেবেন সেকথাও অকপটে জানান নায়িকা। এদিন তাঁরা বিশেষ একটি অ্যানাউন্সমেন্টও করবেন বলে জানিয়েছেন 'লেডি সুপারস্টার'। আর এই ভিডিও দেখার পর থেকে রীতিমতো অপেক্ষার প্রহর গোনা শুরু করে দিয়েছেন ভক্তরা। ঠিক কি চমক আসছে তা নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীমহল।
উল্লেখ্য, প্রায় এক যুগ পর গত আগস্টে 'ধূমকেতু' মুক্তির আগে একসঙ্গে ধরা দিয়েছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রিয় জুটিকে ফিরে পাওয়ার উন্মাদনা ছিল অনুরাগীদের চোখেমুখে স্পষ্ট। 'ধূমকেতু'র গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নজরুল মঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। প্রিয় জুটি যেন বুঝিয়ে দিয়েছিলেন যে, এভাবেও ফিরে আসা যায়। সেদিনের ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইঙ্গিত দিয়েছিলেন পুনরায় পর্দায় তাঁরা ধরা দেবেন জুটিতে। অবশেষে তা হতে চলেছে। আসন্ন পুজোতেই ফের পর্দায় ম্যাজিক তৈরি করবে 'দেশু'। সপ্তমবারের জন্য জুটিতে ধরা দেবেন তাঁরা। যদিও 'ধূমকেতু' মুক্তির পর তাঁদের মধ্যে খানিক মান অভিমানের পালা দেখা গিয়েছিল। তবে সেসব দূরে সরিয়ে রেখে বছর শুরুতেই জবর খবর দিয়েছিল তাঁরা। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে বড়পর্দায় পছন্দের জুটির ছবি সেকথাও ইতিমধ্যেই জানানো হয়েছে। এবার অপেক্ষা সোমবার 'দেশু' জুটির নতুন চমক সামনে আসার।
