shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

সেনারা সীমান্তে লড়ছে! ভারত-পাক সংঘাতে 'চুপ' থেকেও বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ

নীরবেই কোন সিদ্ধান্ত নিলেন কিং খান?
Published By: Sandipta BhanjaPosted: 07:20 PM May 12, 2025Updated: 07:20 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য নিউইয়র্কে 'মেট গালা'য় অংশ নিয়ে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে নতুন রেকর্ড গড়ে এসেছেন শাহরুখ খান। বর্তমানে বিনোদন ইন্ডাস্ট্রি ব্যতীত অন্য কোনও ইস্যুতেই খুব একটা মাথা ঘামান না বাদশা। তবে পহেলগাঁও সন্ত্রাসের পর 'ধর্মের ধ্বজাধারী দৈত্যদানো'দের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। তার পর থেকে চুপ! মেট গালায় গেলেন, ইতিহাস তৈরি করলেন, তবে দেশে ফিরেও অপারেশন সিঁদুর নিয়ে কোনও কথা বলেননি শাহরুখ। এবার বলিউড মাধ্যম সূত্রে জানা গেল, কিং খানের বড় সিদ্ধান্তের কথা।

Advertisement

বর্তমানে যখন দেশে যুদ্ধের আবহ, পহেলগাঁও সন্ত্রাসের পর জঙ্গি গোষ্ঠীগুলির 'আশ্রয়' পাকিস্তানকে রেয়াত করতে নারাজ ভারত, তখন এমন আবহে দেশ, সেনাবাহিনীর জয়গান গেয়ে পাক মুলুকের বিরুদ্ধে সমস্বরে গর্জন ছেড়েছে বিনোদন ইন্ডাস্ট্রি। তবে শাহরুখের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে 'অপারেশন সিঁদুর' নিয়ে কোনও প্রসঙ্গের উল্লেখ না থাকলেও, এমতাবস্থায় তিনি নাকি শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শুটিং শিডিউল ঘেঁটে যাওয়া মানেই প্রযোজনা সংস্থার লোকসান। কিংবা তারকাদের ক্ষেত্রেও পরবর্তীতে ডেট পেতে অসুবিধে হয়। তবে এসবের উর্ধ্বে গিয়ে কিং খান এগিয়ে রেখেছেন দেশমাতিৃকাকে। জানা গিয়েছে, দেশের এমন যুদ্ধ জিগিরে সেনাবাহিনী যখন সীমান্তে নিজেদের জীবন বাজি রেখে লড়ছে, তখন এমতাবস্থায় নিজের বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমা 'কিং'-এর শুটিং করতে মন সায় দেয়নি বাদশার।

বলিউড মাধ্যম সূত্রে খবর, দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে 'কিং' সিনেমার নির্মাতা এবং শাহরুখের টিমের তরফেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মত, যুদ্ধবিরতি সত্ত্বেও, পরিস্থিতি এখনও সংবেদনশীল। তাই সকলেই উদ্বিগ্ন, এটা তাঁদের শুটিংয়ের কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় কিনা! শোনা যাচ্ছে, ১৬ মে থেকে কিং এর কাজ শুরু করার কথা ছিল শাহরুখ খানের। তবে দিন কয়েক দেরি হলেও এমন পরিস্থিতিতে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ তাঁরা মনে কছেন, এই আবহ শেষ হলেই সেটে যাওয়াই ভালো হবে। সূত্রের খবর, 'কিং' ছবির প্রথম শিডিউলের শুটিং মুম্বইতে হওয়ার কতা। তার পর ইউরোপ, সৌদি আরবের বিভিন্ন সব লোকেশনে শুটিং হবে। আপাতত এই উত্তপ্ত পরিস্থিতি ইতি হওয়ার অপেক্ষায় বলিউড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এমতাবস্থায় নিজের বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমা 'কিং'-এর শুটিং করতে মন সায় দেয়নি বাদশার।
  • 'কিং' সিনেমার নির্মাতা এবং শাহরুখের টিমের তরফেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement