সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে অপরের প্রাক্তন। IIFA-এর মঞ্চে শাহিদ-করিনার আলিঙ্গন। তা নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর হইচই। তারই মাঝে আলিঙ্গন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা শাহিদ কাপুর।

IIFA-এর মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "এটা নতুন কিছু নয়। আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়েই থাকে। আজ মঞ্চে দেখা হয়েছে। ভবিষ্যতেও এমন দেখা হবে। অনুরাগীরা এটা যদি পছন্দ করেন, তবে তার চেয়ে ভালো কিছুই নেই।"
সিনে অনুরাগীদের নিশ্চয়ই মনে আছে, গত ২০০৭ সালে শাহিদ-করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয় বি টাউন। কারণ, তার ঠিক মাসখানেক আগেই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত দাবানল গতিতে ভাইরাল হয়ে পড়েছিল। শাহিদ-করিনার একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবানোর মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল। তার পরই ব্রেকআপ! কথা তো দূরঅস্ত, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুরের। এর পর কেটে গিয়েছে আঠেরোটা বছর। বিচ্ছেদের পর একে-অপরের সঙ্গে কথা বলা তো দূরঅস্ত, মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাঁদের মধ্যে। একে-অপরে এড়িয়েই চলতেন এতদিন শাহিদ-করিনা। যে যাঁর সংসারে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। সেই পুরনো ‘ক্ষত’, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নেন করিনা। যে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। আসলে মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতেই উঠেছিলেন শাহিদ-করিনা। তার ফাঁকেই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে কথা বলে জড়িয়ে ধরলেন পতৌদিদের বউমা। সেই মুহূর্ত নেটপাড়ায় দেদার গতিতে ভাইরাল। ‘গীত-আদিত্য’কে দেখে খুশি অনুরাগীরা।