shono
Advertisement
Shakira

'হোয়েনএভার, হোয়ারএভার', সুরে সুরে শরীরী হিল্লোল তুলতেই মঞ্চ থেকে পড়ে গেলেন শাকিরা!

পারফরম্যান্সের মাঝে বিপত্তির সেই ভিডিওটি দেখেছেন?
Published By: Sucheta SenguptaPosted: 11:27 AM May 27, 2025Updated: 11:29 AM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে একইসঙ্গে গানের সুর আর আর নাচের তাল মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরা যে কতখানি কঠিন, তা শিল্পীমাত্রই জানেন। কিন্তু কলম্বিয়ান পপস্টার শাকিরার সুমধুর কণ্ঠ আর প্রতি পদক্ষেপে অসামান্য শরীরী হিল্লোল বুঝিয়ে দেয়, 'কঠিন' শব্দটা তাঁর ডিকশনারিতে অন্তত নেই। কত পারফরম্যান্সের তিনি বিমোহিত করে দিয়েছেন হাজার, লক্ষ দর্শক-শ্রোতাকে, তার ঠিক নেই।

Advertisement

শাকিরার পারফরম্যান্স বরাবরই মনোমুগ্ধকর। ছবি: সোশাল মিডিয়া।

তেমনই এক পারফরম্যান্স চলাকালীন ঘটল বিপত্তি। কানাডার মন্ট্রিলে গানের সঙ্গে নাচতে মঞ্চ থেকে পড়ে গেলেন শাকিরা! তবে তিনি তো সুপারস্টার, পড়ে গিয়েও ভ্রূক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ফিরলেন নিজের নৃত্যজাদু নিয়ে। এই দুর্ঘটনায় শাকিরার অনুরাগীরা প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে তাঁর চকিৎ 'কামব্যাক' দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সকলের মুখে একটাই কথা - এভাবেও ফিরে আসা যায়!

নিজের গানের অনুষ্ঠান করতে বিশ্বভ্রমণ করছেন পপস্টার শাকিরা, যার নাম 'লাস মুহেরেস ইয়া নো লোরান'। কনসার্টের এই নামের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'মেয়েরা আর কাঁদবে না'। এতে যাঁরা নারীবাদের গন্ধ পাচ্ছেন, তাঁরা অনেকেই দিনকয়েক আগে ভিড় করেছিলেন কানাডার মন্ট্রিলের সেই অনুষ্ঠানে।

মন্ট্রিলের সেই অনুষ্ঠানে গাইছেন শাকিরা। ছবি: সোশাল মিডিয়া।

সেখানে শাকিরা গাইছিলেন নিজের সুপারহিট গান - 'হোয়েনএভার, হোয়ারএভার'। সেই গানের সঙ্গে সঙ্গে স্টেজে শরীরী হিল্লোল তুলে তাঁর নৃত্যভঙ্গিমায় মোহিত হচ্ছিলেন দর্শকরা। তারই মাঝে ঘটে গেল বিপত্তি। নাচতে নাচতে ভারসাম্য হারিয়ে একেবারে 'পপাত চ মমার চ।' দর্শকাসনে তখন হা-হুতাশ। কিন্তু পড়ে গিয়েও শাকিরা একমুহূর্তের জন্যও যন্ত্রণা বুঝতে দিলেন না কাউকে। যেন কিছু ঘটেইনি, এমনই এক ভাব তাঁর। কত বড় পারফর্মার হলে মুহূর্তের মধ্যে নিজেকে এভাবে সামাল দেওয়া যায়, তা ফের বোঝালেন পপ তারকা। এই ভিডিও ভাইরাল হতেই প্রশংসার বন্যা নেটদুনিয়ায়। সোশাল মিডিয়ায় শাকিরার অনুরাগীরা লিখছেন, 'আপনি রানি!' কারও আবার মন্তব্য, 'আপনার শক্তিই আপনার সৌন্দর্য।' কেউ আবার লিখেছেন, 'পেশাদারিত্ব কাকে বলে, তার চূড়ান্ত নিদর্শন দেখালেন তিনি। আশা করি, পড়ে গিয়েও সুস্থ আছেন তিনি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কানাডার মন্ট্রিলে পারফরম্যান্সের মাঝে মঞ্চে পড়ে গেলেন শাকিরা!
  • সঙ্গে সঙ্গে অবশ্য নিজেকে সামলে ফের শুরু করলেন নাচ।
  • ভাইরাল ভিডিও দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
Advertisement