shono
Advertisement
Sherlyn Chopra

'যেন প্রজাপতির মতো উড়ছি', শরীর থেকে নকল স্তন সরিয়ে খুশিতে ডগমগ শার্লিন

স্তন থেকে ইমপ্লান্ট করা ৮২৫ গ্রামের সিলিকন সরালেন শার্লিন।
Published By: Arani BhattacharyaPosted: 02:25 PM Nov 16, 2025Updated: 02:25 PM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া, বিভিন্ন সময় উঠে এসেছেন চর্চায়। আর তাঁর এই চর্চায় উঠে আসার একমাত্র কারণ তাঁর 'বোল্ডনেস'। কোনও রাখঢাক না রেখেই পাপারাজ্জিদের সামনে এক্কেবারে খোলামেলা অবতারে ধরা দিয়েছেন শার্লিন। বলিউডে বেশ কিছু ছবিতে শার্লিন অভিনয় করলেও সেভাবে দর্শকের মনে দাগ কাটতে পারেননি। তবে তাঁর স্টাইল স্টেটমেন্ট ও শারীরিক গঠনের দৌলতে তিনি উঠে এসেছেন শিরোনামে।

Advertisement

নিজেকে আকর্ষণীয় করে তুলতে শরীরে ছুরি-কাঁচি চালিয়েছিলেন শার্লিন। নিজেকে আকর্ষণীয় দেখাতে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম স্তন ইমপ্লান্ট করেছিলেন তিনি। কিন্তু হঠাৎই শরীর থেকে সমস্ত ফিলার্স ও ইমপ্লান্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন শার্লিন। বলেন এই ইমপ্লান্ট করার ফলে শরীরে নানা সমস্যা হচ্ছে তাই শরীর থেকে এই কৃত্রিম জিনিস সরিয়ে আসলে শার্লিন যা সেভাবেই নিজেকে দেখতে চান। কথামতো স্তন থেকে ইমপ্লান্ট করা ৮২৫ গ্রামের সিলিকন সরালেন শার্লিন। জানালেন এখন কেমন অনুভূতি তাঁর। একইসঙ্গে বিশেষ বার্তা দিলেন সোশাল মিডিয়ায় নতুন প্রজন্মকে। বললেন, 'মনে হচ্ছে যেন আমি প্রজাপতির মতো উড়ছি।'

 

শার্লিন আরও বলেন, 'সোশাল মিডিয়ার দৌলতে অনেক বিজ্ঞাপনই চোখের সামনে আসবে। কিন্তু সেসবে ভুললে চলবে না। মনে রাখবেন যে কোনও ভুল সিদ্ধান্ত নিলে আপনারই ক্ষতি হবে। ঈশ্বর প্রদত্ত চেহারা নিয়েই তাই খুশি থাকুন। নাহলে হিতে বিপরীত হবে। ঠিক যেমন আমার হয়েছে। এতে আপনার স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়ে। এছাড়া শরীরে অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করাও উচিত নয়। এতে দেহের অন্যন্য অঙ্গে সমস্যা তৈরি হয়। সবসময় এমন কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজেকে আকর্ষণীয় দেখাতে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম স্তন ইমপ্লান্ট করেছিলেন শার্লিন।
  • নিজেকে আকর্ষণীয় দেখাতে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম স্তন ইমপ্লান্ট করেছিলেন তিনি।
  • শার্লিন বলেন, 'মনে রাখবেন যে কোনও ভুল সিদ্ধান্ত নিলে আপনারই স্বাস্থ্যের ক্ষতি হবে।'
Advertisement