সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা শক্তি কাপুরকে নিয়ে হঠাৎই হাসপাতালে শ্রদ্ধা কাপুর। শুক্রবার বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে মুম্বইয়ের হাসপাতালে দেখা যায় এদিন শ্রদ্ধাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যা দেখে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। যদিও এই নিয়ে কেউই মুখ খোলেননি। তবে হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের দেখেই সতর্ক হয়ে যান শ্রদ্ধা। বারণ করেন তাঁদের ছবি তুলতেও।
এদিন শ্রদ্ধা ও ৭৩ বছর বয়সী অভিনেতাকে দেখা যায় মুখে মাস্ক পরে হাসপাতালের বাইরে আসতে। তাঁদের দেখেই মুঠোফোনে ছবি ও ভিডিও তুলতে উদ্যত হয়ে পড়েন ছবি শিকারিরা। হাসপাতাল থেকে বেরনোর সময় বাবাকে নিয়েই ব্যস্ত ছিলেন শ্রদ্ধা। এর মাঝেই হঠাৎ লক্ষ্য করেন যে, তাঁদের দিকে ক্যামেরা তাক করেছেন। আর তা দেখেই তিনি পাপারাজ্জিদের বলে ওঠেন, 'ভিডিও করবেন না।' শক্তি কাপুরকে নিয়ে কেন শ্রদ্ধা হাসপাতালে গেলেলন? তাহলে কি বর্ষীয়ান অভিনেতা অসুস্থ? তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে। যদিও এই নিয়ে অভিনেতা বা তাঁর পরিবার কিছু খোলসা না করলেও শোনা যাচ্ছে যে, রুটিন চেক আপেই নাকি গিয়েছিলেন তাঁরা।
২০২৫ সালের নভেম্বরে 'ইথা' ছবির শুটিং করতে শ্রদ্ধার বাঁ পায়ের পাতায় মারাত্মক চোট লাগে। যার ফলে পা ভেঙে যায় অভিনেত্রীর। এই ঘটনার পর ফের শ্রদ্ধাকে দেখা গেল প্রকাশ্যে। এদিন নিজের চিকিৎসা করাতেই শ্রদ্ধা গিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন জাগছে। লক্ষণ উতেকার পরিচালিত 'ইথা' ছবিতে শ্রদ্ধাকে 'ভিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকার চরিত্রে দেখা যাবে।
