shono
Advertisement
Shreya Ghoshal

ওয়েভস সামিটে শ্রেয়ার কণ্ঠে বাংলা গান, মঞ্চ মাতালেন বঙ্গকন্যা

৪ মে পর্যন্ত চলবে ওয়েভস সামিট।
Published By: Biswadip DeyPosted: 09:35 PM May 01, 2025Updated: 09:35 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শ্রেয়া ঘোষাল। আসমুদ্রহিমাচল তাঁর কণ্ঠের অনুরাগী। প্রায় আড়াই দশক ধরে টিনসেল টাউন মাতাচ্ছেন বঙ্গকন্যা। এবার মুম্বইয়ে ওয়েভস সামিটের মঞ্চেও দেখা গেল তাঁর জাদু। আর সেই জাদু তিনি দেখালেন বাংলা ভাষাতেই।

Advertisement

বৃহস্পতিবার ১ মে থেকে শুরু হয়েছে ওয়েভস সামিট। চলবে ৪ মে পর্যন্ত। এদিনের অনুষ্ঠানকে শুরুতেই সাংস্কৃতিক দিক থেকে উঁচু তারে বেঁধে দিলেন শ্রেয়াই। দর্শকদের মন জিতে নিলেন বাংলা গানেই। উল্লেখ্য, এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে হাজির ছিলেন শাহরুখ খান, রজনীকান্ত, আমির খান, রণবীর কাপুর, অক্ষয় কুমার, আলিয়া ভাটের মতো জনপ্রিয় শিল্পীরা। মুহূর্তটিকে 'ঐতিহাসিক' বলছে ওয়াকিবহাল মহল। আর সেই ইতিহাসের অংশ হয়ে রইল এক বঙ্গকন্যার কণ্ঠনিঃসৃত সঙ্গীত।

ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট তথা ওয়েভস নতুন ধরনের আর্থিক সুযোগ তৈরি করবে বলে এদিন জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানিয়ে দিলেন, দেশের বিনোদন এবং ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও মজবুত করে তুলতে মুম্বইয়ে তৈরি হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তথা IICT। ইতিমধ্যেই এই বাবদ ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার।তাঁকে বলতে শোনা যায়, ”এনভিডিআইএ, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, স্টার ইন্ডিয়া, মেটা এবং অ্যাডোবের মতো টেক জায়ান্টরা আইআইসিটিকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করছে। ওয়েভস এবং আইআইসিটি বিশ্বব্যাপী সৃজনশীল বাস্তুতন্ত্রের একটি মূল কেন্দ্র হিসেবে মুম্বইয়ের ভূমিকা আরও জোরদার করবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় আড়াই দশক ধরে টিনসেল টাউন মাতাচ্ছেন বঙ্গকন্যা শ্রেয়া ঘোষাল।
  • এবার মুম্বইয়ে ওয়েভস সামিটের মঞ্চেও দেখা গেল তাঁর জাদু।
  • আর সেই জাদু তিনি দেখালেন বাংলা ভাষাতেই। বাংলা গান গেয়েই জিতলেন দর্শকদের মন।
Advertisement