shono
Advertisement
Arijit Singh

মুম্বইয়ে কোটি টাকার গাড়ি-বাড়ি, দেশে-বিদেশে কনসার্ট, সম্পত্তিতে অরিজিৎ টেক্কা দেন বলিউড তারকাদেরও!

জানেন কি, এহেন সাদামাটা, অনাড়ম্বর জীবনযাপন করা অরিজিতের বাংলার বাইরে কত কোটির সম্পত্তি রয়েছে?
Published By: Sandipta BhanjaPosted: 06:08 PM Jan 28, 2026Updated: 07:55 PM Jan 28, 2026

গত চব্বিশ ঘণ্টায় সিনেপাড়া থেকে সোশাল পাড়ায় ঝড়! আর কোনওদিন প্লেব্যাক গাইবেন না অরিজিৎ সিং। দেশের একনম্বর নেপথ্য কণ্ঠশিল্পী হয়েও মাত্র ৩৮ বছর বয়সে কেরিয়ারের মধ্যগগনে এহেন আকস্মিক স্বেচ্ছাবসর, দেশের সঙ্গীতদুনিয়ার ইতিহাসে সম্ভবত বিরল! তবে এর মাঝেই কৌতূহল তৈরি হয়েছে গায়কের সম্পত্তির পরিমাণ নিয়ে। এপ্রসঙ্গে বলে রাখা ভালো, প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানালেও বিপুল সম্পত্তি আর রেকর্ড পারিশ্রমিকের নীরিখে অরিজিৎ কিন্তু অপ্রতিদ্বন্দ্বী।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, অরিজিৎ সিংয়ের বর্তমান সম্পত্তির পরিমাণ ৫০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৪১৪ কোটি। বিভিন্ন লাইভ শো-কনসার্টের পাশাপাশি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তাঁর গগনচুম্বী পারিশ্রমিকের সুবাদেই এহেন বিপুল অঙ্কের সম্পত্তির মালিকানা অর্জন করতে পেরেছেন গায়ক। একাধিক বাড়ি-গাড়ির দিক থেকেও পিছিয়ে নেই সঙ্গীতশিল্পী। তবে উল্লেখ্য, মুম্বইয়ের অভিজাত এলাকায় কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও অরিজিৎ কিন্তু নিজের শিকড় জিয়াগঞ্জ ছেড়ে যাননি। 'ফেম গুরুকূল'-এর প্রতিযোগিতায় ৬ নম্বরে পৌঁছেও মুর্শিদাবাদের যে ছেলেটিকে ভগ্নহৃদয়ে শো থেকে বেরিয়ে আসতে হয়েছিল, সেই ছেলেটিই দীর্ঘদিনের অধ্যাবসায়, রেওয়াজে তিল তিল করে ১৫ বছরের পোক্ত প্লেব্যাক কেরিয়ার গড়ে তুলেছিলেন। যার জেরে আন্তর্জাতিক আঙিনা থেকেও খ্যাতি ধরা দিয়েছে তাঁর দুয়ারে। যে বঙ্গসন্তানের প্রতিভার টানে মুর্শিদাবাদে পাড়ি দিয়েছিলেন এড শিরানও। কিন্তু জানেন কি, এহেন সাদামাটা, অনাড়ম্বর জীবনযাপন করা অরিজিতের নভি মুম্বইয়ে ৮ কোটি টাকার এক বিলাসবহুল বাড়ি রয়েছে। পাশাপাশি ভারসোভাতেও নাকি একটি অ্যাপার্টমেন্ট রয়েছে গায়কের। যার মূল্য নয়-নয় করে ৯ কোটি তো হবেই।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী হিসেবেই প্রথম সকলের নজর কাড়েন অরিজিৎ।

মুর্শিদাবাদের অলিগলিতে এড শিরানকে নিয়ে স্কুটি চেপে ঘুরে বেড়ালেও অরিজিতের সংগ্রহে যেসমস্ত বিলাসবহুল গাড়ি রয়েছে, তা শুনলে 'হা' হতে হবে! রেঞ্জ রোভার এবং মার্সিডিজ থেকে সাড়ে তিন কোটি টাকার গাড়িও রয়েছে সেই তালিকায়। আকাশছোঁয়া পারিশ্রমিক বাদে গায়কের আয়ের উৎস নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়! আসলে বহু বছর ধরেই নামী ঠান্ডা পাণীয়ের পাশাপাশি বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত অরিজিৎ সিং। উপরন্তু একেকটা লাইভ কনসার্ট থেকেও গায়কের বিপুল আয় হয়। সঙ্গীত পরিচালক মন্টি শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পারফরম্যান্স পিছু ২ কোটি টাকা নেন অরিজিৎ। দু'ঘণ্টার লাইভ কনসার্টের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১৪ কোটি টাকা। যা কিনা বিশ্বব্যাপী সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঙ্গীতশিল্পীদের তালিকায় তাঁর নাম তুলেছে। অরিজিতের কনসার্টের টিকিটের দাম সাধারণত ২,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যেই থাকে। যদিও সেটা লোকেশন নির্ভর। তবে জানা গিয়েছে, সাম্প্রতিক অতীতে পুণেতে অরিজিৎ সিংয়ের এক কনসার্টে প্রিমিয়াম লাউঞ্জের টিকিট ১৬ লক্ষ টাকা পর্যন্ত রেকর্ড দামে বিক্রি হয়েছিল। নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক এবার প্লেব্যাক থেকে ছুটি নিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement