shono
Advertisement
Shreyas Talpade

'আমি বেঁচে আছি...', আচমকা কেন এমন পোস্ট শ্রেয়স তলপড়ের?

২০২৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই নতুন জীবন পেয়েছেন। হঠাৎ কী হল?
Published By: Suparna MajumderPosted: 05:37 PM Aug 20, 2024Updated: 05:37 PM Aug 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ডিসেম্বর। শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। টানা ১০ মিনিট নাকি অভিনেতার হার্ট বন্ধ ছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই নতুন জীবন পেয়েছেন শ্রেয়স। কিন্তু শান্তি কোথায় পাচ্ছেন? আচমকাই সোশাল মিডিয়ায় অভিনেতার মৃত্যুর গুঞ্জন। তাতেই প্রবল বিরক্ত হয়ে দিলেন বিবৃতি।

Advertisement

সোশাল মিডিয়ায় শেয়ার করা এই বিবৃতিতে শ্রেয়স লেখেন, "সবাইকে বলতে চাই আমি বেঁচে আছি, সুস্থ আছি আর ভালো আছি। জানতে পারলাম আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। রসিকতা করাই যায়, কিন্তু তার অপব্যবহার হলে ক্ষতি হতে পারে। যা কেউ হয়তো মজার ছলে শুরু করেছিলেন তা এখন অযাচিতভাবে আমার কাছের মানুষদের, বিশেষ করে পরিবারের সদস্যদের চিন্তা ও দুঃখের কারণ হয়ে উঠেছে।"

[আরও পড়ুন: RG Kar কাণ্ডে ‘ফুটেজকামী’ তারকাদের নিষিদ্ধ করার ডাক দিয়ে ‘নীরব’ অনির্বাণের পাশে দেবালয়]

এর পর নিজের মেয়ের কথা উল্লেখ করেন অভিনেতা। তাঁর বক্তব্য, "আমার ছোট্ট মেয়েটা যে রোজ স্কুলে যায় আমাকে নিয়ে খুবই চিন্তিত, বারবার প্রশ্ন করতে থাকে, আমি ভালো আছি কিনা জানতে চায়। এই ধরনের ভুয়ো খবর তার ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। তাঁকে সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্নের মুখে ফেলছে। আমরা পরিবার হিসেবে এর মোকাবিলা করার চেষ্টা করছি।"

যাঁরা তাঁর মৃত্যুর খবর ছড়াচ্ছেন তাঁদের থামতে বলেন শ্রেয়স। একটিবার এর পরিণতির কথা ভাবার পরামর্শ দেন। সবশেষে অভিনেতা লেখেন, "আমার অতিসামান্য একটি অনুরোধ: দয়া করে এগুলো বন্ধ করুন। এমন রসিকতা করবেন না যা অন্যের দুঃখের কারণ হয়। অন্য কারও সঙ্গে প্লিজ এমনটা করবেন না। আর কারও সঙ্গে এমন কিছু হোক তা আমি চাই না। একটু বোঝার চেষ্টা করুন।"

[আরও পড়ুন: ইস্টবেঙ্গল ফ্যানকে কাঁধে তোলা মোহনবাগানির মাকে প্রণামের অঙ্গীকার দেবদূতের, চোখে জল শিলাদিত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই নতুন জীবন পেয়েছেন শ্রেয়স। কিন্তু শান্তি কোথায় পাচ্ছেন?
  • আচমকাই সোশাল মিডিয়ায় অভিনেতার মৃত্যুর গুঞ্জন। তাতেই প্রবল বিরক্ত হয়ে দিলেন বিবৃতি।
Advertisement