shono
Advertisement
Shruti Haasan

অপর্ণা সেনের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন কমল হাসান! মন জিততে শিখেছিলেন বাংলা

অপর্ণাকে 'ইমপ্রেস' করতে বাংলা শিখে ফেলেছিলেন দক্ষিণী মহাতারকা!
Published By: Biswadip DeyPosted: 07:41 PM Aug 26, 2025Updated: 08:55 PM Aug 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমল হাসান নাকি প্রেমে পড়েছিলেন অপর্ণা সেনের! এমনই বিস্ফোরক দাবি কমলকন্যা শ্রুতি হাসানের। একদা কমলকে দেখা গিয়েছিল 'কবিতা' ছবিতে 'শুনো শুনো গো সবে' গান গাইতে। কিন্তু কেন বাংলা ভাষা শিখেছিলেন দক্ষিণী মহাতারকা? ফাঁস করলেন তাঁর কন্যা। পরিষ্কার জানালেন, সেই সময় তাঁর বাবা ছিলেন এক বাঙালি অভিনেত্রীর প্রেমে ডগমগ। তিনি আর কেউ নন, বাংলার অপর্ণা সেন!

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে 'কুলি'। সেই ছবিতে শ্রতি অভিনয় করেছেন। আর তারই প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে এই বিষয়ে আচমকাই মুখ খোলেন তিনি। কমল হাসান এমনিতেই নানা ভাষায় পারদর্শী। কিন্তু তাঁর বাংলা শিক্ষা কেবলই ভাষাপ্রেমের ফসল নয়। তবে? এই প্রশ্নের জবাবে শ্রুতি বলে ওঠেন, ''আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর তাঁকে ইমপ্রেস করতেই উনি বাংলা শিখে ফেলেন। ছবিতে অভিনয়ের জন্য মোটেও নয়।''

নিজের বক্তব্যকে আরও জোরাল করতে কমল হাসানের কন্যা বলেন, 'হে রাম' ছবিতে বঙ্গতনয়া রানি মুখোপাধ্যায়ের চরিত্রটি বাঙালি ছিল। আর তার নামকরণ করতে গিয়ে কমল রাখেন অপর্ণা। এর নেপথ্যেও সেই এককালের প্রেম! প্রসঙ্গত, বয়সে অবশ্য অপর্ণা অনেকটাই বড় কমলের থেকে। যেখানে অপর্ণা ৭৯, সেখানে কমলের বয়স সবে ৭০! অর্থাৎ বয়সের ফারাক প্রায় ৯ বছরের। তবে এই তফাত কমলের প্রেমপ্রত্যাশায় বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি বাঙালি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলেই দাবি শ্রুতির।

এদিকে, বাবার ছায়া তাঁর কেরিয়ার গড়ায় কত বড় বাধা তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন শ্রুতি। যখনই কেউ তাঁকে 'কমল হাসানের মেয়ে' বলে চিহ্নিত করতে চাইত তাঁর মনের ভিতরে জেদ জোরাল হত, নিজের নামেই পরিচিত হয়ে ওঠার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কমল হাসান নাকি প্রেমে পড়েছিলেন অপর্ণা সেনের! এমনই বিস্ফোরক দাবি কমলকন্যা শ্রুতি হাসানের।
  • পরিষ্কার জানালেন, সেই সময় তাঁর বাবা ছিলেন এক বাঙালি অভিনেত্রীর প্রেমে ডগমগ। তিনি আর কেউ নন, বাংলার অপর্ণা সেন!
  • অপর্ণাকে 'ইমপ্রেস' করতে নাকি বাংলা শিখে ফেলেছিলেন দক্ষিণী মহাতারকা!
Advertisement