shono
Advertisement
Debolina Nandy

মায়ের সঙ্গে সম্পর্কছেদে চাপ স্বামীর! ফেসবুকে ক্ষোভ উগরে 'আত্মহত্যা'র চেষ্টা দেবলীনা নন্দীর

এখন কেমন আছেন গায়িকা?
Published By: Tiyasha SarkarPosted: 02:09 PM Jan 05, 2026Updated: 02:54 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করতেই হবে! লাগাতার মানসিক চাপ স্বামীর। ফেসবুক লাইভে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা জানানোর পরই আত্মহত্যার চেষ্টা সঙ্গীতশিল্পী-ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, বিপন্মুক্ত গায়িকা।

Advertisement

স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দেবলীনা।

সঙ্গীত জগতের পরিচিত মুখ দেবলীনা নন্দী। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন তিনি। সোশাল মিডিয়ায়ও নিয়মিত ভিডিও আপলোড করেন তিনি। তাঁর ফলোয়ারের সংখ্যাও প্রচুর। গত শনিবার রাতে হঠাৎই ফেসবুকে লাইভ করেন দেবলীনা। সেখানেই ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খোলেন তিনি। জানান, স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে। কারণ গায়িকার মা। লাইভে দেবলীনা বলেন, বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে সকলের সমস্যা। কারণ, মা সুন্দরী বা উচ্চশিক্ষিতা নন। বর্তমানে মা ও স্বামীর মধ্যে একজনকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাঁর জীবনে। যা তাঁর পক্ষে কার্যত অসম্ভব। গায়িকার কথায়, বাবা-মা, শ্বশুর-শাশুড়ির প্রতি সমানভাবে দায়িত্ব পালন সত্ত্বেও কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি। লাইভেই অনুরাগীদের উদ্দেশ্যে দেবলীনা বলেন, "আমি ভালো নেই।" সেই কারণেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিচ্ছেন বলেও জানান। কমেন্টে সকলে ধৈর্য্য ধরার পরামর্শ দেন।

 

এরপর রবিবার রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গায়িকার হাসপাতালের বেডে শুয়ে থাকা ছবি। জানা যায়, অনুষ্ঠান সেরে ফেরার পথে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে চিকিৎসাধীন তিনি। প্রসঙ্গত, ২০২৪ সালে পেশায় পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দেবলীনা। শোনা যাচ্ছে, বিয়ের আগে থেকেই গায়িকার মাকে নিয়ে সমস্যা ছিল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের। তবে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি গায়িকা। ভেবেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা দিয়ে সবটা সামলে নিতে পারবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করতেই হবে! লাগাতার মানসিক চাপ স্বামীর।
  • ফেসবুক লাইভে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা জানানোর পরই আত্মহত্যার চেষ্টা সঙ্গীতশিল্পী-ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর।
  • বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, বিপন্মুক্ত গায়িকা।
Advertisement