সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় বলিউডের বিভিন্ন ছবি থেকে লাইভ কনসার্টের মঞ্চ মাতিয়ে রাখতেন তিনি। একটা সময় পরে নিজের অনুরাগী থেকে মঞ্চ এমনকী সোশাল মিডিয়া সব জায়গা থেকেই দূরত্ব বেড়েছে। তিনি আর কেউ নন মোনালি ঠাকুর। বেশ কিছুমাস আগে তাঁর এক মনখারাপি পোষ্ট উসকে দিয়েছিল জল্পনা। সেই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন যে, তাহলে কি বিবাহিত ও ব্যক্তিগত জীবনে সুখী নন গায়িকা?
তবে সেই সময় ওই জল্পনায় কোনও বাক্য ব্যয় করেননি মোনালি। এবার বহুদিন পর সোশাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগ করে নিলেন মোনালি। জানালেন কেন এতদিন সকলের থেকে দূরে ছিলেন তিনি। মোনালি বলেন, "পুজোর আগে থেকেই ভীষণ অসুস্থ আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন আমার পিছু ছাড়ছে না। দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয়। তাঁর ফলে দাঁতে অস্ত্রোপচার করতে হয়েছিল। ওই সময় আমাকে কেউ দেখলে সে অবাক হয়ে যেত, আমার মুখ এতটাই ফুলে গিয়েছিল তখন। এটা মিটতেই মারাত্মক জ্বর হয়। এখন একটু ভালো আছি। এটা ভেবে ভালো লাগে যে, আপনারা আমার খেয়াল রেখেছেন। আমি সবাইকে তাই ধন্যবাদ জানাতে চাই"
মোনালি আরও বলেন, "এত বছর ধরে গানবাজনার সঙ্গে যুক্ত রয়েছি। অনেক ছোট থেকে কাজ করছি। তাই এতটা কম বয়স থেকে কাজের চাপ নিয়েছি যে এখন একটু অসুবিধাই হচ্ছে। এখন ছুটি কাটাচ্ছি। সঙ্গে নতুন কাজের পরিকল্পনাও করছি। সবটা মিলিয়েই মনে হল যে, তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে আসব ঠিক করেছি। আর নিয়মিত সোশাল মিডিয়াতেও আসব ঠিক করেছি।" দীর্ঘদিন ধরেই বিদেশে থাকেন মোনালি। গোপনে সেখানে বিয়েও সেরেছিলেন গায়িকা। তাঁর সেই বিয়ে নিয়েও অনেক জল্পনা শোনা যায়। অনেকের মনেই প্রশ্ন মোনালির সেই বিয়ে আদৌ টিকে আছে কিনা। যদিও এই নিয়ে কখনও মুখ খোলেননি মোনালি। নিজের ব্যক্তিগত জীবনকে রেখেছেন আড়ালেই।
