shono
Advertisement

Breaking News

Smriti Irani On Dhurandhar

'ওকে অস্কার দেওয়া হোক', 'ধুরন্ধর' অক্ষয় খান্নার হয়ে ব্যাটন ধরলেন স্মৃতি ইরানি

অক্ষয় খান্নাকে নিয়ে কী বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 05:56 PM Dec 17, 2025Updated: 06:45 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধুরন্ধর'-এর হাত ধরে বলিউডের পিচে ঝোড়ো ইনিংস শুরু করলেন অক্ষয় খান্না (Akshaye Khanna)। বর্তমানে মুখ্য চরিত্রের থেকেও তাঁকে ঘিরে উন্মাদনা, আলোচনা তুঙ্গে। এককথায় রণবীর সিংয়ের থেকে অক্ষয় যে 'ধুরন্ধর' (Dhurandhar) লাইমলাইট কেড়ে নিয়েছেন, তা বললেও অত্যুক্তি হয় না। অনুরাগীমহল বলছে, 'ভিলেন হয়েও হাইভোল্টেজ পারফরম্যান্সে হিরোকে ফ্লপ করিয়ে দিয়েছেন খান্না সাহেব!' এবার আদিত্য ধর পরিচালিত সিনেমা দেখে অক্ষয় খান্নাকে অস্কার দেওয়ার দাবি তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)।

Advertisement

টেলিপর্দার সংস্কারি 'তুলসী'ও যে বর্তমানে 'ধুরন্ধর' জ্বরে কাবু, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে। কখনও সিনেমার বিষয়বস্তুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি, তো কখনও বা আবার 'রহমান ডাকাইত'-এর পারফরম্যান্সের মজেছেন স্মৃতি। প্রথম রিভিউতে ধুরন্ধর'-এর গোটা স্টার কাস্টের স্তুতি করেছিলেন, তবে অক্ষয় খান্নার জন্য দ্বিতীয়বার রিভিউ লিখতে বসলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেত্রী। স্মৃতির মন্তব্য, "অক্ষয় খান্না যখন প্রত্যাশাতীত পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করেছেন, আর আপনারাও যখন চাইছেন, তখন ওকে অস্কারটা দিয়েই দেওয়া হোক।"

পঞ্চাশ ছুঁয়ে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন অক্ষয় খান্না। শৈশব থেকেই আর পাঁচজন সেলেবসন্তানদের মতো লাইমলাইটে ছিলেন। কিন্তু তৎসত্ত্বেও ভাগ্যের পরিহাসে খান-কাপুরদের মতো বলিউডের পিচে ঝোড়ো ইনিংস উপহার দিতে পারেননি অক্ষয়। ক্যামেরার সামনে ক্ষুরধার পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও বলিউডের বাস্তুতন্ত্রে তাঁর শিকে ছেঁড়েনি! সেলেব পিতার সন্তান হওয়ার সুবাদে বারবার বাবা বিনোদ খান্নার স্টারডমের নীরিখে তাঁকে সমালোচিত হতে হয়েছে। তবে পঁচিশ সালেই যেন অক্ষয় খান্নার ফিল্মি কেরিয়ারের শাপমোচন ঘটল! বছরের শুরুতেই ‘ছাবা’ দিয়েই গর্জন ছুঁড়েছিলেন আর শেষটা করলেন ‘ধুরন্ধর’ দিয়ে। বর্তমানে সোশালপাড়া ‘অক্ষয়-ময়’। এমন আবহেই 'ধুরন্ধর' অক্ষয় খান্নার হয়ে ব্যাটন ধরলেন স্মৃতি ইরানি।

প্রথম রিভিউতে টেলিপর্দার 'তুলসী' লিখেছিলেন, "আপনি যদি একজন শহিদের স্ত্রীর চোখের দিকে তাকান এবং তাঁর সঙ্গে শ্মশানে গিয়ে থাকেন কিংবা আপনি যদি জম্মুর জগতি শিবির, শ্রীনগরে শারিকা দেবীর নির্জন মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন, অথবা ২৬/১১ মুম্বই হামলায় রক্ষা পাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাহলে 'ধুরন্ধর' সিনেমার কোনও কিছুই আপনার ক্ষোভের কারণ হতে পারে না। কারণ সর্বোপরি, এটা একটা সিনেমা।" এবার খলচরিত্র 'রহমান ডাকাইতে'র প্রশংসায় পঞ্চমুখ স্মৃতি ইরানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement